গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে রবিবার (২৩ নভেম্বর) হামাসের একটি প্রতিনিধিদল কায়রো গেছেন। মিসর নিরাপত্তাবাহিনীর এক সদস্য এবং এক হামাস কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই হামাস সদস্য বলেন, ইসরায়েলের বারংবার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের বিষয়টি প্রতিনিধিরা তুলে ধরবেন।
মিশর ও কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের আলোকে গতমাসে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে, প্রথম থেকেই চুক্তিটি যথেষ্ট নাজুক অবস্থায় রয়েছে। দুপক্ষই নিয়মিত পরস্পরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে।
সর্বশেষ শনিবার গাজার একাধিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন সেনাসদস্যের ওপর হামলা চালানোর উদ্দেশ্যে এক হামাস সদস্য প্রবেশ করে। এর জবাবে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত পাঁচ জ্যেষ্ঠ হামাস সদস্য মারা গেছে।
এদিকে, গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
রবিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে হামাসের এক স্থানীয় কমান্ডারও ছিলেন। তবে, ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে হামাসের তরফ থেকে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।