গাইবান্ধায় বৃদ্ধার ঘরের টিন খুলে নেয়া সেই যুবক কারাগারে

গাইবান্ধায় বৃদ্ধার ঘরের টিন খুলে নেয়া সেই যুবক কারাগারে

গাইবান্ধা করেসপনডেন্ট:

গাইবান্ধার সাদুল্লাপুরে মাত্র এক হাজার টাকার জন্য হতদরিদ্র এক বৃদ্ধের ঘরের টিন খুলে নিয়ে যাওয়া অভিযুক্ত যুবক সুরুজ মিয়াকে (৩২) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার আমলী আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে, গত শনিবার (৪ অক্টোবর) রাতে সুরুজকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার সুরুজ মিয়া সাদুল্লাপুর উপজেলার ইদিলপুরের রূপনাথপুর গ্রামের সাজু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের (ইনচার্জ) স্বপন কুমার সরকার জানান, মতিয়ারের স্ত্রীর লিখিত অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্ত সুরুজকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া খুলে নিয়ে যাওয়া টিন উদ্ধারের পর ওই দম্পতির কাছে ফেরত দেওয়া হয়েছে।

এর আগে, গত রোববার (২৮ সেপ্টেম্বর) উপজেলার ইদিলপুর ইউনিয়নের রূপনাথপুর গ্রামের মতিয়ার রহমানের বাড়ির ঘরের চাল ও বারান্দার ১০–১২টি টিন খুলে নিয়ে যায় সুরুজ। ঘটনাটি যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলে নজরে পড়ে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের।

এ বিষয়ে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ঘটনাটি জানা মাত্রই ইউপি চেয়ারম্যান ও গ্রাম পুলিশকে বৃদ্ধ দম্পতির বাড়িতে পাঠানো হয়। পরে অভিযুক্তের কাছ থেকে টিন উদ্ধার করে দম্পতির কাছে ফেরত দেওয়া হয়।

ভুক্তভোগী মতিয়ার রহমান অভিযোগ করেন, নাতি বুলু মিয়া মোবাইল মেরামতের জন্য ৫–৬ মাস আগে সুরুজের কাছ থেকে ১ হাজার টাকা ধার নেন। টাকা ফেরত দিতে না পারায় সুরুজ দলবল নিয়ে এসে টিনগুলো কেটে নিয়ে যায়। এ ঘটনার প্রতিকার চেয়ে থানায় একটি অভিযোগ দেন মতিয়ারের স্ত্রী জমিলা বেগম। ঘটনার ৬ দিন পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin