ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের

ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্তির প্রতিবাদে সড়ক অবরোধ ‘জাগো শরীয়তপুর’ সংগঠনের

শরীয়তপুর করেসপনডেন্ট:

শরীয়তপুর জেলাকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করেছে ‘জাগো শরীয়তপুর’ নামে একটি সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে এই অবরোধের সময় প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকে পদ্মা সেতুতে যান চলাচল।

এর আগে, সকালে একই স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। সকাল ১০টার পর থেকেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। পরে মানববন্ধন শেষে সকাল ১১টার দিকে টোল প্লাজার সামনে সড়ক অবরোধ করে তারা।

এর ফলে, সেতুতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে প্রায় ৩০ মিনিটের জন্য। টোল প্লাজার সামনে আটকা পরে শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন। আন্দোলনকারীরা শরীয়তপুরকে ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সামনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আন্দোলনে জাগো শরীয়তপুরের আহবায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, আজকে আমরা একঘন্টার কর্মসূচি দিয়েছি। যদি সরকার আমাদের দাবী প্রস্তাবিত ফরিদপুর বিভাগ থেকে শরীয়তপুর জেলার নাম প্রত্যাহার না করে, তাহলে পরবর্তীতে পদ্মা সেতু সম্পূর্ণ ব্লক করে রাখা হবে।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin