‘ফিতাওয়ালা ক্যাসেটের দিনগুলো আমাদের সোনালী ইতিহাস’

‘ফিতাওয়ালা ক্যাসেটের দিনগুলো আমাদের সোনালী ইতিহাস’

নব্বই দশকে ব্যান্ড সংগীতের উম্মাতাল জোয়ারের সময় যাত্রা শুরু করেছিল ‘শিরোনামহীন’। প্রথম অ্যালবাম ‘জাহাজী’ দিয়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয় ব্যান্ডটি। অল্প সময়ে উঠে যায় তারুণ্যের প্রিয় ব্যান্ডের তালিকায়।

সবশেষ তাদের ‘এই অবেলায়’ গানটির আকাশছোঁয়া জনপ্রিয়তা দেশের সীমা পেরিয়ে ওপার বাংলায়ও পৌঁছে গেছে। 

’৯৬ সালে বুয়েট ক্যাম্পাসে জন্ম নেয়া ব্যান্ডটি গানের কথা, সংগীতায়োজন এবং বৈচিত্র্যময় পরিবেশনার কারণে শ্রোতাদের বিশেষ নজর কাড়ে। পথচলা শুরুর সেই নস্টালজিক সময়ের গল্প বলতে টিভি পর্দায় আসছেন ব্যান্ডটির দলনেতা জিয়াউর রহমান জিয়া। 

মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে শোনা যাবে সেই গল্প। ব্যান্ডের নামকরণ, লাইনআপ, লিরিক, কম্পোজিশন, রেকর্ডিং, কনসার্ট নিয়ে স্মৃতিচারণ, অভিজ্ঞতা ও নানা ঘটনার কথা বলবেন জিয়া। 

তিনি বলেন, ‘নাইনটিজ আমাদের কাছে বরাবরই নস্টালজিক একটা অধ্যায়। সেই ফিতাওয়ালা ক্যাসেটের দিনগুলো ছিলো আমাদের সোনালী ইতিহাস। এ অনুষ্ঠানে সেই দিনের গল্পগুলো দর্শকদের সাথে শেয়ার করতে পেরে ভালো লেগেছে।’ 

অনুষ্ঠানটি প্রচার হবে ২৭ সেপ্টেম্বর, শনিবার রাত ১২টায়। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।

Comments

0 total

Be the first to comment.

মানাম আহমেদের সুরে... BanglaTribune | সংগীত

মানাম আহমেদের সুরে...

নন্দিত সংগীত পরিচালক এবং ‘মাইলস’ সদস্য মানাম আহমেদের সুর ও সংগীতে প্রকাশ হলো নতুন গানচিত্র ‘তুমি না...

Sep 27, 2025

More from this User

View all posts by admin