ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩

ফেনীর পরশুরাম উপজেলায় অভিযোগ তদন্তে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— এসআই মুন্না দে, কনস্টেবল নাজমুল ও কনস্টেবল রুহুল আমিন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দক্ষিণ কোলাপাড়ার গিনা গাজী মজুমদার বাড়ির ফারুক মজুমদারের ছেলে ইমাম হোসেন ফয়সাল (২৮) ও রাজীব মজুমদার (৩২) নিয়মিতভাবে প্রতিবেশী এক নারীকে (৪৬) উত্ত্যক্ত করে আসছিল— এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি মীমাংসা করে ফেরার পথে রাজীব, ইমাম হোসেন ও ফারুকের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

পরশুরাম থানার ওসি নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহত পুলিশ সদস্যদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin