ফায়ার সা‌র্ভি‌সের গা‌ড়িচাল‌কের ঝুলন্ত লাশ, পুলিশ বলছে ‘অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত ছিলেন’

ফায়ার সা‌র্ভি‌সের গা‌ড়িচাল‌কের ঝুলন্ত লাশ, পুলিশ বলছে ‘অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত ছিলেন’

কুড়িগ্রামের নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের গাড়িচালক জাহিদ আহমেদের (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপ‌জেলা ফায়ার সার্ভিস স্টেশনের পাশে তার ভাড়া বাসা থে‌কে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত জা‌হিদ ‘অনলাইন জুয়ায় আসক্ত’ ছি‌লেন ব‌লে প্রাথ‌মিক ত‌থ্যের বরা‌তে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। তি‌নি ঋণগ্রস্থ হ‌য়ে প‌ড়ে‌ছি‌লেন। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) রেজাউল করিম রেজা এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত জাহিদ রংপুরের কাউনিয়া থানার মোহাম্মদ আলী শহীদের ছেলে। প্রায় সা‌ড়ে সাত বছর ধ‌রে ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সে গা‌ড়িচালক প‌দে কর্মরত। দুই বছর ধ‌রে স্ত্রী-সন্তান নিয়ে নাগেশ্বরীতে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অ‌ফিস থে‌কে বাসায় ফি‌রে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

বাড়ির মালিক শামসুল হক জানান, সকালে জা‌হি‌দের স্ত্রী ছয় বছরের মে‌য়ে‌কে নিয়ে স্কুলে যান। সেসময় জাহিদও ডিউটি‌তে যান। দুপুরে স্ত্রী সন্তানকে নিয়ে স্কুল থে‌কে ফিরে দেখেন কক্ষের দরজার সামনে বারান্দার চালের কাঠের সঙ্গে রশিতে ফাঁস লা‌গি‌য়ে ঝু‌লন্ত অবস্থায় আ‌ছেন জাহিদ। 

জা‌হি‌দের স্ত্রীর বরা‌তে পু‌লিশ জানায়, ‘অনলাইন জুয়ায় আস‌ক্তির’ কার‌ণে জা‌হিদ ঋণগ্রস্ত হ‌য়ে‌ পড়েন। প্রায় ১০-১২ লাখ টাকা ঋণ হ‌য়ে‌ছিল। হতাশায় ভুগ‌ছি‌লেন। হয়তো হতাশা থেকে আত্মহত্যার পথ বেছে নেন।

ও‌সি রেজাউল করিম রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রাথ‌মিকভা‌বে আত্মহত্যা ব‌লে ম‌নে হ‌চ্ছে। অপমৃত্যু মামলা হ‌য়ে‌ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হেয়েছে।’

কু‌ড়িগ্রাম ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফে‌ন্সের উপ-সহকারী প‌রিচালক (অ.দা) এনামুল হক ব‌লেন, ‘গা‌ড়িচালক জা‌হিদ ঋণগ্রস্ত ছি‌লেন ব‌লে জান‌তে পে‌রে‌ছি। অনলাইন জুয়ায় আস‌ক্তির বিষয়‌টি আমার জানা নেই।’

Comments

0 total

Be the first to comment.

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি, ক্লাসে ঢুকে পেটালেন অর্ধশত ছাত্র-ছাত্রীকে BanglaTribune | রংপুর বিভাগ

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি, ক্লাসে ঢুকে পেটালেন অর্ধশত ছাত্র-ছাত্রীকে

এখনও পড়াশোনা করছেন, তবু একটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দো...

Sep 23, 2025

More from this User

View all posts by admin