ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেয়া হলে কোনো মামলা না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে মান্না লেখেন, ‘শাপলা প্রতীক যদি তাদের (এনসিপি) দিয়ে দেয়, কোনো মামলা করব না: মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য’।
সেই পোস্টের কমেন্টে মান্না আরও লেখেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারেন না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।
এদিকে, মান্নার এ পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। ক্যাপশনে সারজিস লেখেন, ‘ধন্যবাদ ও কৃতজ্ঞতা’।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, ‘এনসিপি শাপলা চেয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে। অথচ শাপলা চেয়েছিল নাগরিক ঐক্য, তারা প্রথম চেয়েছিল। নাগরিক ঐক্যকে শাপলা দেই নি আমরা। তখন আলোচনায় আনেনি। এখন কেন এত আলোচনা?’
উল্লেখ্য, গত বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়ও ফেসবুক পোস্টে ন্যায় একই বক্তব্য দেন মান্না।
/এমএইচআর