একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৪ জনের মৃত্যু

একসঙ্গে জন্ম নেওয়া ৬ নবজাতকের মধ্যে ৪ জনের মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন ঢাকা মেডিকেলের এনআইসিইউতে এবং একজন বেসরকারি হাসপাতালের আইসিইউতে মারা যায়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিবারের তরফ থেকে চারটি মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন।

নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতারপ্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া (২৩) রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গর্ভধারণের ২৭ সপ্তাহে স্বাভাবিকভাবে ছয় নবজাতকের জন্ম দেন। নবজাতকগুলোর ওজন ছিল ছয়শ ১৫ থেকে নয়শ গ্রাম পর্যন্ত।

প্রিয়ার ননদ ফারজানা আক্তার জানান, শিশুদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেলে ও তিনজনকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল পর্যন্ত চার নবজাতকের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। নবজাতকের মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। মা মোকসেদা আক্তার প্রিয়া বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের ভাষ্যমতে, গর্ভকালীন সময় ছিল খুবই কম মাত্র ২৭ সপ্তাহ। শিশুদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক কম হওয়ায় তাদের বাঁচানো কঠিন হয়ে পড়ে।

এজেডএস/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin