একদশক পূর্তিতে দর্শকদের দীপ্ত

একদশক পূর্তিতে দর্শকদের দীপ্ত

‘আলোয় ভুবন ভরা’ প্রতিপাদ্য নিয়ে ২০১৫ সালে ১৮ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বেসরকারি চ্যানেল দীপ্ত টেলিভিশন। আজ একদশক পূর্ণ করলো এই ছোট পর্দা। এ উপলক্ষে আগামীর অনুষ্ঠান নতুন আঙ্গিকে সাজাতে চলেছে দীপ্ত টেলিভিশন। দেশি-বিদেশি ড্রামা সিরিজের পাশাপাশি দর্শকদের জন্য বৈচিত্র্যময় আরও অনুষ্ঠান নিয়ে আসছে চ্যানেলটি– এমনটাই জানানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগ থেকে।

১০ বছর পূর্তিতে মঙ্গলবার দিনভর বিভিন্ন আয়োজনে থাকছে দীপ্ত টিভির পর্দায়। সকাল ৮টায় ‘‌দীপ্ত প্রভাতী’র সরাসরি গানের অনুষ্ঠানে ছিলেন রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়। ইন্দ্রাণী নিশির সঞ্চালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গৌরব সরকার।

jwARI.fetch( $( "#ari-image-jw691be25ea013c" ) );

একদশক পূর্তি উপলক্ষে সকাল ১০টা ১৭ মিনিটে থাকছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘‌তুফান’। রায়হান রাফীর পরিচালনায় এতে শাকিবকে দ্বৈত চরিত্রে দেখা যায়। তার সঙ্গে পর্দায় নেচে-গেয়ে ও অভিনয়ে দর্শকদের মন কেড়েছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী। ‘আয়নাবাজি’ মুক্তির আট বছর ‘তুফান’ দিয়ে বড় পর্দায় ফিরেছেন মাসুমা রহমান নাবিলা। সিআইডি আকরাম চরিত্রে দর্শক মাতিয়েছেন আরেক ‘আয়নাবাজি’ তারকা চঞ্চল চৌধুরী। ‘তুফান’-এ অন্যান্য চরিত্রে পর্দায় এসেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, গাউসুল আলম শাওন, হাসনাত রিপন, মানব সাচদেব। ছবিটিতে গান রয়েছে পাঁচটি। সবই দর্শক-শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে। ‘তুফান’-এর চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। প্রযোজনায় আলফা-আই স্টুডিওস লিমিটেড। 

দীপ্ত টেলিভিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একদশকের যাত্রায় প্রতিটি ধাপে চমকপ্রদ ও গুণগত মানসম্পন্ন অনুষ্ঠান দিয়ে দর্শকদের বিনোদন জোগাতে চেয়েছে চ্যানেলটি। একইসঙ্গে সত্যনিষ্ঠ সংবাদ, কৃষিভিত্তিক ধারাবাহিক, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত অ্যানিমেশন ‘টুমরো’সহ অন্যান্য প্রয়োজনীয় অনুষ্ঠান প্রচারিত হয়েছে এই পর্দায়।

‘পালকী’, ‘অপরাজিতা’, ‘খুঁজে ফিরি তাকে’র মতো দেশি ধারাবাহিক নাটকের পাশাপাশি বিদেশি ড্রামা সিরিজ ‘সুলতান সুলেমান’ নিয়ে যাত্রা শুরু করে দীপ্ত টেলিভিশন। চ্যানেলটি নিজস্ব স্টুডিও, সেট ও জনবল নিয়ে একে একে নির্মাণ ও প্রচার করেছে ‘ভালোবাসার আলো আঁধার’, ‘মধ্যবর্তিনী’, ‘খলনায়ক’, ‘মান অভিমান’ ও ‘মাশরাফি জুনিয়র’-এর মতো দর্শকপ্রিয় দেশি ধারাবাহিক নাটক। অন্যদিকে নিজস্ব অনুবাদক টিম ও কণ্ঠ অভিনয়শিল্পীদের মাধ্যমে বিদেশি সিরিজ ‘বাহার’, ‘ফেরিয়া’, ‘জননী জন্মভূমি’, ‘সুলতান সুলেমান’, ‘কোসেম’ ও ‘রহস্যময়ী’ হয়ে উঠেছে দর্শকনন্দিত। বর্তমানে প্রচার হতে থাকা ‘খুশবু’, ‘রূপনগর’, ‘গুড ডক্টর’ সিরিজগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে।

Comments

0 total

Be the first to comment.

পারিবারিক মেলবন্ধন নিয়ে রাজের নতুন উপহার ‘এটা আমাদেরই গল্প’ BanglaTribune | ওটিটি ও টেলিভিশন

পারিবারিক মেলবন্ধন নিয়ে রাজের নতুন উপহার ‘এটা আমাদেরই গল্প’

ছোটপর্দা থেকে ‘পারিবারিক মেলবন্ধনের গল্প উধাও’– এমন অভিযোগ প্রায়ই শোনা যায়! এটাও বলা হয়ে থাকে, নাটক...

Oct 06, 2025

More from this User

View all posts by admin