এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আফগানদের

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় আফগানদের

২য় ওয়ানডেতে বাংলাদেশকে ৮১ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করলো আফগানিস্তান। ১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৮ ওভার ৩ বলে ১০৯ রানে অলআউট হয় মেহেদি মিরাজের দল।

এর আগে, সিরিজ জেতার লক্ষ্যে টস জিতে ব্যাট করতে নামলেও স্লো পিচে দু’শ রানও করতে পারেনি আফগানরা। ৩১ বল বাকি থাকতে তাদেরকে ১৯০ রানে থামিয়ে দেয় টাইগাররা।

ব্যাট করতে নেমে পঞ্চম ওভারেই ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে ফেরান তানজিম সাকিব। ১১ রান করে ফেরেন তিনি। এরপর দলীয় ৩৮ রানে সেদিকুল্লাহ অতল ফিরলে দ্বিতীয় উইকেট হারায় আফগানরা। তৃতীয় উইকেটে ইব্রাহিম জাদরানের সাথে জুটির পথে অধিনায়ক হাসমতউল্লাহ শাহিদী ফেরেন মাত্র ৪ রানে।

অপরদিকে, রানের খাতা খোলার আগে আজমতউল্লাহ ওমরজাই ফিরলে ৭৯ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান। সাকিবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ২২ রান করা মোহাম্মদ নবি।

দলের হয়ে সর্বোচ্চ ৯৫ রানের ইনিংস খেলে সাজঘরের পথ দেখেন ইব্রাহিম জাদরান। দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি আসে গজনফরের কাছ থেকে। তিনি করেন ২২ রান। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ৪৪.৫ ওভারে অলআউট হয়ে ১৯০ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।

এ সময়, বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪২ রানে নিয়ে নেন ৩ উইকেট। আর রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবউইকেট নেন দুটি করে।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। ২২ রান করে ক্যাচ আউটের ফাঁদে পড়েন সাইফ হাসান। পরেই আফগান বোলারদের তোপে ব্যাটিং বিপর্যয়ে পরে লাল-সবুজের দল। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে তাওহীদ হৃদয়ের ২৪ রান কেবল কমায় হারের ব্যবধান। সবশেষে ২৮ ওভার ৩ বলে ১০৯ রানে অলআউট হয় টাইগার দল।

/এএইচএম

Comments

0 total

Be the first to comment.

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন JamunaTV | খেলাধুলা

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে ট্রাম্প প্রশাসন

বাজেট দ্বন্দ্বে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনের কবলে যুক্তরাষ্ট্রের সরকার। বুধবার (১ অক্টোবর) প্রথম প...

Oct 01, 2025
কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০ JamunaTV | খেলাধুলা

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে স্টেডিয়ামে ভাঙচুর-অগ্নিসংযোগ, ইউএনওসহ আহত অন্তত ২০

সারাদেশ ডেস্ক:কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে আয়োজিত ডিসি (জেলা প্রশাসক) গোল্ড...

Sep 12, 2025

More from this User

View all posts by admin