এবার ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত ৪

এবার ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে বাউলদের ওপর হামলা, আহত ৪

এবার ঠাকুরগাঁওয়ে আদালত প্রাঙ্গণে কয়েকজন বাউল ও ভক্ত-অনুরাগীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন আহত হয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দুপুর ২টার দিকে ঠাকুরগাঁও আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। 

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি ও ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে দুপুরে সমাবেশ ডাকেন বাউল সাধক এবং ভক্ত-অনুরাগীরা। এতে ‘তৌহিদী জনতার’ ব্যানারে আসা একদল লোক তাদের ওপর হামলা করেন বলে জানান দুজন প্রত্যক্ষদর্শী। তাতে সমাবেশ পণ্ড হয়ে যায়। হামলায় চার জন আহত হন। তারা হলেন- মো. মোকলেস, আলামিন হোসেন, বাবুল বাউলা ও সানোয়ার হোসেন। 

স্থানীয় সূত্র, পুলিশ, ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বাউলশিল্পী আবুল সরকারের মুক্তি ও বাউলদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে বেলা আড়াইটার দিকে প্রতিবাদ সমাবেশ ডাকেন বাউল সাধক এবং ভক্তরা। সমাবেশে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে তারা আদালত প্রাঙ্গণে সমবেত হচ্ছিলেন। তাদের বিপরীতে অবস্থান নেন ‘তৌহিদী জনতা’ ব্যানারে একদল দল। এরপর তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় কয়েকজন বাউল আইনজীবী সমিতির ভবনে আশ্রয় নিলে সেখানেও লাঠিসোঁটা নিয়ে হামলাকারীরা ঢোকার চেষ্টা করেন। তাদেরকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দেখা যায়।

ঠাকুরগাঁওয়ের বাউল ভক্ত সোহেল রানা বলেন, ‘আমরা মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জামানাতেও উনাকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্র করা হয়েছিল। ইসলাম নিয়েও বিদ্বেষ ছড়ানো হয়েছিল। তাই বলে কী কাউকে হত্যা করেছিলেন মুসলমানরা, হামলা করেছিলেন কি, কারও ঘরবাড়ি ভাঙচুর করেছিলেন কি? তাহলে তৌহিদী জনতার নামে কেন এই নৈরাজ্য চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে ‘তৌহিদী জনতা’ ব্যানারে থাকা সদস্য আল আমিন বলেন, ‘তারা আল্লাহর নামে উল্টাপাল্টা কথা বলবে আর তৌহিদী জনতা পেটালে মব বলবে; এটা কোন সুশীলতা। আমার দেশে অনেক সুশীল দেখেছি, যারা ইসলামকে ধ্বংস করার পাঁয়তারা করছে। এদের আর কোনও সুযোগ দেওয়া হবে না।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, ‘বাউল সাধকদের চৌরাস্তায় একটি কর্মসূচি ছিল। সেখানে আগে থেকেই পুলিশ মোতায়েন ছিল। তবে বিচ্ছিন্নভাবে কয়েকজন বাউল আদালত প্রাঙ্গণে অবস্থানকালে হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখনও এ বিষয়ে থানায় কোনও পক্ষ অভিযোগ দেয়নি।’

এর আগে গত ২৩ নভেম্বর মানিকগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে করা মামলায় গ্রেফতার বাউলশিল্পী আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটেছিল। এতে তিন ভক্ত-অনুরাগীসহ চার জন আহত হন। ‘মানিকগঞ্জ জেলার সর্বস্তরের আলেম-ওলামা ও তৌহিদী জনতা’ ব্যানারে থাকা একদল ব্যক্তি এবং আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে এ ঘটনা ঘটেছিল।

Comments

0 total

Be the first to comment.

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি, ক্লাসে ঢুকে পেটালেন অর্ধশত ছাত্র-ছাত্রীকে BanglaTribune | রংপুর বিভাগ

শিক্ষার্থী হয়ে গেলেন স্কুল সভাপতি, ক্লাসে ঢুকে পেটালেন অর্ধশত ছাত্র-ছাত্রীকে

এখনও পড়াশোনা করছেন, তবু একটি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দো...

Sep 23, 2025

More from this User

View all posts by admin