এবার সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

এবার সাভারে দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগ

ঢাকার ধামরাইয়ের পর এবার সাভারের বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৬ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। পরে দ্রুত আশেপাশের লোকজন এসে পানি ও বালু দিয়ে বাসের আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

বাসের মালিক আমজাদ হোসেন বলেন, রাত সাড়ে ৮টার দিকে বিরুলিয়া বটতলা এলাকায় মীর আক্তার কনস্ট্রাকশনের গেটের কাছে বাসটি পার্কিং করে বাসায় খাবার খেতে যাই। রাত সোয়া ১১টার দিকে বাসটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে আশেপাশের লোকজন পানি, বালু দিয়ে আগুন নেভান। আগুনে পুরো বাসটাই পুড়ে গেছে আমার।

বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আ. ওয়াহাব বলেন, বাসের মালিক আমজাদ হোসেন বাসটি নিজেই চালান। তার একটিই বাস। ঋণ করে কিনেছেন বলে জানিয়েছেন। রাতে তিনি বিরুলিয়া বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বাসটি রেখে খাবার খেতে যান। এর মধ্যে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।  

এর আগে, রাত ১০টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মহাসড়ক থেকে প্রায় ১০০ গজ ভেতরে একটি আঞ্চলিক সড়কের পাশে পার্কিং অবস্থায় থাকা ডি-লিংক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin