এআই নিয়ে গবেষণা পরিচালনার আহ্বান ইউজিসির

এআই নিয়ে গবেষণা পরিচালনার আহ্বান ইউজিসির

জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)- এর সম্ভাবনা কাজে লাগানো, চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা পরিচালনা করা এবং এ খাতে দক্ষ জনবল তৈরিতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান।

বুধবার (১৫ অক্টোবর) ইউজিসিতে অনুষ্ঠিত ‘জেনারেটিভ এআই ফর প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনোভেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইউজিসির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগ এবং বাংলাদেশ গবেষণা ও শিক্ষা নেটওয়ার্ক (বিডিরেন) দুদিন ব্যাপী এ প্রশিক্ষণ আয়োজন করছে।

আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। এছাড়া ইউজিসির আইএমসিটি বিভাগের অতিরিক্ত পরিচালক মুহম্মদ নাজমুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন।

প্রফেসর সাইদুর রহমান বলেন, বাংলাদেশ ‘ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই’- ব্যবহারের ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। ভাষা, ধর্ম, সংস্কৃতি প্রভৃতি বিষয় বিবেচনায় নিয়ে দেশের উপযোগী ‘ডেটা ড্রাইভেন জেনারেটিভ এআই’ তৈরিতে তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এগিয়ে আসার আহ্বান জানান।

জেনারেটিভ এআই’ এর নেতিবাচক প্রভাব বিষয়ে সতর্ক করে প্রফেসর সাইদুর রহমান বলেন, এটি ব্যবহার করে দৈনন্দিন কাজ অনেক সহজ হবে। কিন্তু, এতে অনেকের চাকরির ক্ষেত্রে সংকোচনের শঙ্কা রয়েছে। তিনি জেনারেটিভ এআই- এর যৌক্তিক ব্যবহার এবং সৃজনশীলতার চর্চা অব্যাহত রাখার পরামর্শ দেন।

ইউজিসির সচিব ফখরুল ইসলাম বলেন, মানুষের চিন্তা, দক্ষতা ও সৃজনশীলতা উচ্চপর্যায়ে নিয়ে যেতে হলে জেনারেটিভ এআই- এর ব্যবহারের কোনো বিকল্প নেই। এছাড়া, প্রশাসনিক দক্ষতা ও উদ্ভাবন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে জেনারেটিভ এআই -এর উপযোগিতা রয়েছে বলে তিনি জানান।

জেনারেটিভ এআই বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন বিডিরেন-এর জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন, ম্যানেজার আবু নাসের মো. নাফিউ, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রান্ত পাল এবং সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পুনম চৌধুরী।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভিন, অডিট বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) নাহিদ সুলতানাসহ ২৯ জন কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন আইসিটি বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ইমতিয়াজ আহমেদ।

এমআইএইচ/জেএইচ

Comments

0 total

Be the first to comment.

ভিভো ভি৬০ লাইট উন্মোচন Banglanews24 | তথ্যপ্রযুক্তি

ভিভো ভি৬০ লাইট উন্মোচন

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য ভিভো নিয়ে এসেছে ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট। থার্ড...

Oct 06, 2025

More from this User

View all posts by admin