দ্য হিলিং রুম: শুনবেন সিঁথি, শোনাবেনও

দ্য হিলিং রুম: শুনবেন সিঁথি, শোনাবেনও

সুকণ্ঠী সিঁথি সাহা নিজেকে শুধু গাওয়াতে আটকে রাখেননি। টিভি পর্দায় দেশ-বিদেশের বিখ্যাত সব শিল্পীদের ডেকে এনে আড্ডা বসাতেও কম পারদর্শী নয়। সঙ্গে ক্যানসার-জয় আর মাতৃত্বের গল্প তো রয়েছেই।

তবে এসব ছাপিয়ে আবার তিনি নতুন কিছু গড়ার প্রত্যয়ে মাঠে নেমেছেন। যার প্রস্তুতি শেষে এবার প্রকাশের পালা। সিঁথি শুরু করতে যাচ্ছেন পডকাস্ট শো ‘দ্য হিলিং রুম’। যেন এই রুমের মনের সকল বেদনা উপশম করবেন সিঁথি। গেয়ে নয়, অন্যের বেদনার গল্প শুনে।

সিঁথি বলেন, ‘আমরা অনেকেই প্রিয়জনকে হারিয়ে, সম্পর্কের ভাঙনে কিংবা আমার মতো ক্যানসারে আক্রান্ত হয়ে বাঁচার আশাটা হারিয়ে ফেলি। কিন্তু আমি শিখেছি, মানুষ একবার ভাঙলে, আবারও জোড়া লাগে। সেই জোড়া লাগা মানুষটা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে। আমি চাই, সেই জয়ীদের গল্পগুলো আমার পডকাস্টের মাধ্যমে সবাই শুনুক।’ jwARI.fetch( $( "#ari-image-jw68fcb955609c6" ) ); পডকাস্টটি ঘোষণার পর থেকে অসংখ্য মানুষ সিঁথির সঙ্গে যোগাযোগ করেছেন। কেউ জানিয়েছেন প্রিয়জন হারানোর পরও বেঁচে থাকার গল্প, কেউ জানিয়েছেন জীবন-মৃত্যুর সীমান্ত থেকে ফিরে আসার অভিজ্ঞতা। তাদের সাহসী যাত্রার গল্প নিয়েই সিঁথি সাজাচ্ছেন ‘দ্য হিলিং রুম’।

শিগগিরই ভাইব নিউজ নামের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে ‘দ্য হিলিং রুম’-এর পর্বগুলো। 

সিঁথি বলেন, ‘আমার কাছে প্রতিটি নতুন সকাল মানে নতুন জীবন, নতুন অনুপ্রেরণা। প্রায় দুই মাস আগে আমরা এই পডকাস্টের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম, আপনার গল্পই হতে পারে অন্য কারও বাঁচার কারণ। এই দুই মাসে আমরা দেখেছি, মানুষ ভাঙে, কিন্তু ভাঙা মানুষই আবার সবচেয়ে উঁচুতে দাঁড়ায়। সেই মানুষদের গল্প নিয়েই আমরা আসছি। জীবনের জয়গান শোনাতে, সাহস জোগাতে।’ 

jwARI.fetch( $( "#ari-image-jw68fcb955609f8" ) ); ‘দ্য হিলিং রুম’ শুধু একটি পডকাস্ট নয়। এটি পুনর্জন্মের গল্প আর হার না মানা মানুষের গান। বললেন সিঁথি।

বলা দরকার, সময়টা ২০২২ সাল। হঠাৎ করেই কণ্ঠশিল্পী সিঁথি সাহা জানতে পারেন, তার শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। মুহূর্তেই যেন ভেঙে পড়ে চারপাশ। এর মাঝেই তিনি হন অন্তঃসত্ত্বা। অদম্য মানসিক শক্তি নিয়ে শুরু হয় তার নিজেকে ও অনাগত সন্তানকে বাঁচানোর লড়াই। অপারেশন, কেমোথেরাপি, চুল পড়া, শারীরিক যন্ত্রণা; সবকিছুর মাঝেও তিনি ধরে রেখেছিলেন আত্মবিশ্বাস। জেনেছেন, আলো একদিন ফিরে আসবেই। 

সেই আলোয় উদ্ভাসিত সিঁথি এখন সুস্থ। অনুমেয়, ‘দ্য হিলিং রুম’-এর জন্মটাও সেই সুস্থতার প্রতিধ্বনি থেকে। jwARI.fetch( $( "#ari-image-jw68fcb95560a22" ) );

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin