দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

দ্বিতীয় দিনের মতো চলছে এনসিপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার

ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে দ্বিতীয় দিনের মতো চলছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। ‘দেশ বদলাবে নতুন নেতৃত্বে’ এই স্লোগানকে সামনে রেখে চলছে দলটির এবারের নির্বাচনি কার্যক্রম।

দ্বিতীয় দিনে সোমবার (২৪ নভেম্বর) সকাল ৯টা থেকে সাক্ষাৎকার শুরু হয়েছে। শেষ হবে রাত ৯টায়।

এর আগে রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় প্রথম দিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

এনসিপি সূত্রে জানা গেছে, সারা দেশের ১০টি বিভাগ থেকে আগত মনোনয়ন প্রত্যাশীরা বিভাগ অনুযায়ী পৃথক পৃথকভাবে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন। পুরো কার্যক্রমজুড়ে দলীয় নেতাকর্মী ও সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতিতে কনভেনশন হল প্রাণবন্ত হয়ে উঠেছে।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহবুব আলম জানান, রবিবার প্রথম দিনে ৩৯১ জন মনোনয়ন প্রত্যাশী সাক্ষাৎকারে অংশ নিয়েছেন। এর মধ্যে খুলনা বিভাগ থেকে ৩০ জন, রাজশাহী বিভাগের ৪২ জন, চট্টগ্রাম বিভাগের ৪২ জন, ঢাকা বিভাগের ৬৫ জন, বরিশাল বিভাগের ৩১ জন, রংপুর বিভাগের ৪৩ জন, ফরিদপুর বিভাগের ৪১ জন, ময়মনসিংহ বিভাগের ৪০ জন, কুমিল্লা বিভাগের ৪৫ জন এবং সিলেট বিভাগের রয়েছেন ১২ জন।

এর আগে রবিবার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম আনুমানিক উদ্বোধন করেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। তখন তিনি জানান, এখন পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এক হাজার ৪৮৪ জন।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin