রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়ায় মোটরসাইকেলকে চাপা দেওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী বালুবাহী ড্রামট্রাকে আগুন দিয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দৌলতদিয়ার সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আহত মোটরসাইকেল চালকের নাম আলমাস শেখ (৫০)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার মাকুবাই গ্রামের মৃত বিলায়ত হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল নিয়ে আলমাস নামের ওই ব্যক্তি দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কে একটি বালুর ট্রাক তাকে চাপা দেয়। এতে আলমাস গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে বিক্ষুব্ধ জনতা ওই ড্রামট্রাক আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় ট্রাক ও মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।