দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিলো বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। স্বর্ণা ও শারমিন আক্তারের ফিফটিতে ৫০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৩২ রান।

আজ সোমবার (১৩ অক্টোবর) বিশাখাপত্নমের রাজশেখর রেড্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায় শুরু হয় ম্যাচ।

টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। উদ্বোধনী জুটি থেকেই আসে ৫৩ রান। এই জুটি ভাঙ্গে রুবাই হায়দার ট্রায়নের শিকার হলে। সাজঘরে ফেরার আগে এই ওপেনারের ব্যাট থেকে আসে ২৫ রান। এরপর ধীরগতির ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন ফারজানা হক। এই ওপেনারের পথের কাঁটা হয়ে দাঁড়ান মালাবা। ৭৬ বলে ৩০ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন বাংলাদেশের এই ওপেনার।

ইনিংস লম্বা হয়নি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিরও। অর্ধশত করার পরই রানআউটের শিকার শারমিন আক্তার। তিনি করেন ৭৭ বলে ৫০। আর শেষের দিকে স্বর্ণা আক্তারের ঝড়ে লড়াই করার পুঁজি বায় টাইগ্রেসরা। স্বর্ণা ৩৫ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন।

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে আসর শুরু করলেও পরের দুই ম্যাচ ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। জ্যোতিদের ঝুলিতে ২ পয়েন্ট। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান বাংলাদেশের।

/এএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin