ডি মাজেনড গির্জা ও স্কুলের সামনে থেকে ডাস্টবিন সরানোর দাবি

ডি মাজেনড গির্জা ও স্কুলের সামনে থেকে ডাস্টবিন সরানোর দাবি

ঢাকা: বারিধারার ডি মাজেনড গির্জা এবং সন্টে ইউজিন স্কুলের সামনে নির্মাণাধীন ডাস্টবিন সরানোর দাবিতে মানববন্ধন করা হয়েছে। এতে অংশ নেন গির্জা ও স্কুল প্রধান, বাংলাদেশ অবলেট ফাদারগণ, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংস্থা ও সংগঠনের নেতৃবৃন্দ, সন্টে ইউজিন ও অন্যান স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক, এলাকাবাসী, গণমাধ্যম কর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

ডি মাজেনড গির্জা এবং স্কুল প্রাঙ্গণের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যাগে একটি ডাস্টবিন স্থাপনের কাজ চলছে।

অবলেট সুপিরিয়র ফা: জনি ফিনি, ও.ওম.আই-এর শুভেচ্ছ বক্তব্যের মাধ্যমে বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় মানববন্ধন কর্মসূচি শুরু হয়। মানববন্ধন সঞ্চালনায় ছিলেন বাধন চিরাণ।

মানববন্ধনে সভাপতির দায়িত্ব পালন করেন ফাদার সুবাস গমেজ (ওএমআই)। এছাড়া এতে অংশ নেন প্রধান শিক্ষক ফাদার পিন্টু কস্তা (ওএমআই), বাংলাদেশ অবলেট ফাদারস্ পক্ষে অবলেট সুপিরিয়র ফা: জনি ফিনি, ও.ওম.আই, বাংলাদেশ অবলেট ফাদারগণ, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সদস্য নির্মল রোজারিও, আদিবাসী ফোরামের পক্ষে- টনি চিরান, নয়ানগর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর সভাপতি রিচার্ড রিপন সরদার, ঢাকাস্থ ত্রিপুরা সমবায় সমিতির সভাপতি ক্লেমেন্ট ত্রিপুরা, ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলের প্রধান শিক্ষক রতন পিটার গমেজ’, সেন্ট ইউজিন স্কুলের শিক্ষক মন্ডলীর পক্ষে বক্তব্য দেন টাহমিনুর ইয়াসমিন শেলি প্রমুখ।

শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন সালসাবিল অজর, সায়ন্ত রোজারিও, অভিভাবকদের পক্ষে- রেবা ফিনি, লিজা হাগিদক, রাশেদ নিউটন, কারিতাস মটস বাংলাদেশের পক্ষে মার্টিন রোনাল্ড প্রেমানিক, বারিধারা সোসাইটির পক্ষে- সাইফুর রহমান, গারো কো অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের পক্ষে অর্পিত সাংমা এবং উত্তরবঙ্গ খ্রিস্টান সমবায় সমিতির সভাপতি মি. আগাস্টিন কস্তা।

বক্তব্য দিতে গিয়ে নির্মল রোজারিও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অবলিম্বে আবর্জনার ডিপো অন্য জায়গায় স্থানান্তর করুণ এবং নির্মাণ কাজ বন্ধ রাখুন।

অপর বক্তা টনি চিরান বলেন, উপাসনালয় কিংবা স্কুলের সামনে ডাস্টবিন কখনো কাম্য নয়। তাই ডি মাজেনড গির্জা ও সন্টে ইউজিন স্কুলের সামনে থেকে আবর্জনার ডাস্টবিন সরিয়ে নিতে হবে।

মানববন্ধন কর্মসূচির মূল বক্তব্য পাঠ করেন ফা: পিন্টু কস্তা, ও.ওম.আই। তিনি বলেন, আমাদের সবার একমাত্র দাবি- এই আর্বজনার ডাস্টবিন সরিয়ে নিতে হবে।  

এছাড়া অন্য বক্তারা সেখানে ডাস্টবিন স্থাপনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।  

শেষে সভাপতি ফাদার সুবাস গমেজ ও. এম. আই, সবার পক্ষ থেকে জোরালো দাবি জানিয়ে বক্তব্যে দেন। তিনি বলেন, অবিলম্বে এই জনস্বার্থ বিরোধী ডাম্পিং স্টেশন তৈরি বন্ধ করতে হবে এবং আবর্জনা ফেলার জন্য জনবসতিহীন, পরিবেশবান্ধব বিকল্প স্থানের ব্যবস্থা করতে হবে।

এনডি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin