ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে যোগ দিতে ঢাকায় আসছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি। তিনি দুই দি‌নের সফ‌রে সোমবার (৬ অক্টোবর) ঢাকায় আস‌ছেন।

আগামী ৭ অক্টোবর চতুর্থ দফার পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বস‌ছে বাংলাদেশ ও তুরস্ক। বৈঠ‌কে তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এ বেরিস একিন্চি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানি‌য়ে‌ছেন, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে বাংলাদেশ ও তুরস্কের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা হ‌বে। আলোচনায় ব‌্যবসা-বা‌ণিজ‌্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান‌্য পে‌তে পা‌রে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ব‌লেন, আগামী ৭ অক্টোবর ঢাকায় বাংলাদেশ ও তুরস্কের ম‌ধ্যে চতুর্থ ফ‌রেন অফিস কনসাল‌টেশন হ‌বে। পাঁচ বছর পর দুই দে‌শের স‌চিবরা বৈঠ‌কে বস‌ছে। দুই দে‌শের সম্প‌র্কের সাম‌গ্রিক বিষ‌য়ে আলোচনা হ‌বে।

বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। অন‌্যদি‌কে, তুরস্কের পক্ষে নেতৃত্ব দেবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী।

জানা গে‌ছে, ঢাকা সফরকাল পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠ‌কে অংশ নেওয়ার পাশাপা‌শি তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে সাক্ষাৎ করার কথা র‌য়ে‌ছে।

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের সঙ্গে পৃথক বৈঠ‌কে মি‌লিত হ‌বেন।

টিআর/আরআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin