ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি, অস্থায়ী জলবদ্ধতা অব্যাহত থাকবে

ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি, অস্থায়ী জলবদ্ধতা অব্যাহত থাকবে

রাজধানীতে ১২ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা দেশের মধ্যে সবচেয়ে বেশি। ভারী বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যা অব্যাহত থাকতে পারে।

বুধবার (০১ অক্টোবর) আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সকাল ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অতিভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। মিরপুর কাজীপাড়া, শেওড়াপাড়া, পীরেরবাগ, তালতলা, আগারগাঁও এলাকার বিভিন্ন অলিগলিতে বৃষ্টির কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যা দুপুর ১২টার দিকেও দেখা গেছে।

দক্ষিণ বনশ্রী, গোড়ান, সিপাহীবাগ ও খিলগাঁও এলাকার অলিগলিতে সকালের দিকে জলাবদ্ধতা দেখা দিলেও, পরবর্তীতে বৃষ্টি বন্ধ হলে পানি নেমে যায়। তবে সিপাহীবাগ ও গোড়ানে বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। এছাড়াও পুরান ঢাকা, ধানমণ্ডি, মোহাম্মদপুর, উত্তরার বিভিন্ন এলাকাতেও ভারী বৃষ্টিতে পানি জমে যায়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী শনিবার (০৪ অক্টোবর) পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (>৮৮মি.মি. /২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমি ধসের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ভারী বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

ইইউডি/আরএ

Comments

0 total

Be the first to comment.

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ Banglanews24 | পরিবেশ ও জীববৈচিত্র্য

ঢাকায় হালকা বৃষ্টি হতে পারে আজ

ঢাকায় আজ হালকা বৃষ্টি হতে পারে। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা।এক পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘল...

Sep 13, 2025

More from this User

View all posts by admin