ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় যুবশক্তির তিন শীর্ষ নেতা।
তাদের মধ্যে সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ঢাকা-৮ (পল্টন, মতিঝিল,শাহজাহানপুর শাহবাগ), সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) এবং মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল ঢাকা-১২ (ঢাকা উত্তর সিটির ২৪, ২৫, ২৬, ২৭, ৩৫ ও ৩৬ নং ওয়ার্ড) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম নিয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে মনোনয়ন ফরম নেন তারা।
এছাড়াও দিনাজপুর-৩ (সদর) আসন থেকে এনসিপির পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আরিফ মুন। ওই আসনে এবার প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।