ঢাকা-সিলেট মহাসড়কে বড় নাশকতার পরিকল্পনা, ২ জন আটক

ঢাকা-সিলেট মহাসড়কে বড় নাশকতার পরিকল্পনা, ২ জন আটক

আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা-সিলেট মহাসড়কে নাশকতার পরিকল্পনা ও অপতৎপরতার অভিযোগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা হলেন- নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলী আকবর ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি আতাউর রহমান।

নবীগঞ্জ থানার ওসি শেখ কামরুজ্জামান জানান, আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ১৩ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল— এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।

তিনি আরও জানান, এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin