ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আগামী ২৮ ও ২৯ নভেম্বর সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত আয়োজন করতে যাচ্ছে ‘এমএন মাল্টিমিডিয়া প্রেজেন্টস ঢাকা রিজেন্সি বিয়েবাড়ি উৎসব’, দুই দিনব্যাপী বর্ণিল ওয়েডিং ফেস্টিভ্যাল। বাঙালির বিয়ের ঐতিহ্য, রঙ, আবেগ ও আনন্দকে এক প্ল্যাটফর্মে তুলে ধরতে এ আয়োজন হবে নবদম্পতিদের জন্য এক অনন্য অভিজ্ঞতার উৎসব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিয়ে মৌসুমকে সামনে রেখে এই বিশেষ উৎসবে থাকছে আকর্ষণীয় রুম প্যাকেজ, ব্যাঙ্কুয়েট ছাড়, ক্যাটারিং অফার, ডেকোরেশন সল্যুশন, ফটোগ্রাফি ডিলসহ আরও নানা সুযোগ-সুবিধা।
উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলবে সংস্কৃতিক পরিবেশনা, লাইভ এন্টারটেইনমেন্ট এবং বর্ণাঢ্য ফ্যাশন শো; যেখানে প্রদর্শিত হবে নবীন-প্রবীণ ডিজাইনারদের ট্রেন্ডি ব্রাইডাল ও গ্রুম কালেকশন। ২৮ নভেম্বর বিকাল ৩টায় এই ফেস্টিভ্যালের উদ্বোধনীতে স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত থাকবেন চিত্রনায়িকা বুবলি!
এছাড়া দেশের বিখ্যাত ও প্রিমিয়াম ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শনের সুযোগ পাবে এই উৎসবে। জুয়েলারি, কুটিউর, বিউটি, ইভেন্ট ডেকোর, লাইফস্টাইল প্রোডাক্ট থেকে শুরু করে হোম অ্যাসেনশিয়ালস পর্যন্ত সবকিছুই থাকবে এক ছাদের নিচে। এতে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারবেন এবং পাবেন শুধু উৎসব উপলক্ষে বিশেষ অফার।
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট সব নবদম্পতি, পরিবার ও বিয়ে-প্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছে এই উৎসবের অংশ হতে।