ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নেতারা। ওই স্মারকলিপিতে তারা বিশ্ববিদ্যালয়ের সকল অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করার অনুরোধ জানিয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে ডাকসু ও হল সংসদের পাশাপাশি কিছু সাধারণ শিক্ষার্থী এই স্মারকলিপি জমা দেন।
তাদের মধ্যে ছিলেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, সলিমুল্লাহ মুসলিম হল সংসদের পাঠাগার সম্পাদক জাহিদ হাসান এবং জগন্নাথ হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক রাতুল দে’সহ আরও অনেকে।
স্মারকলিপি জমা দেওয়ার সময় সর্বমিত্র চাকমা অভিযোগ করে বলেন, ‘ডাকসু ও হল সংসদ আয়োজিত কোনও অনুষ্ঠানেই জাতীয় সংগীত পরিবেশন করা হয়নি। শুধুমাত্র আবরার ফাহাদ স্মরণ অনুষ্ঠান বাদে।’ তখন উপাচার্য নিয়াজ আহমদ খান বলেন, ‘এটি অবহেলা, উদাসীনতা বা বোকামি নাকি পরিকল্পিত দুরভিসন্ধি তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে এই দুটির মধ্যে পার্থক্যটা খুঁজে বের করতে হবে। যদি সত্যিই এমন হয়, তাহলে আমি সে অনুযায়ী ব্যবস্থা নেবো। আসলে, জাতীয় সংগীত তো বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে হওয়াই উচিত।’
স্মারকলিপি দেওয়া শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে ডাকসু ও হল সংসদের উদ্যোগে বিশ্ববিদ্যালয় ও হলে বিভিন্ন সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করা হচ্ছে, কিন্তু কোনও অনুষ্ঠানেই জাতীয় সংগীত পরিবেশন করা হচ্ছে না।’
এ বিষয়ে সলিমুল্লাহ মুসলিম হল সংসদের পাঠাগার সম্পাদক জাহিদ হাসান বলেন, ‘এটি ডাকসুর সংবিধানের ধারা ২(ক) এর সম্পূর্ণ পরিপন্থী, যেখানে বলা হয়েছে ১৯৭১ সালের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ধারণ ও লালন করতে হবে। এ কারণেই আমি স্বপ্রণোদিত হয়ে এই উদ্যোগ নিয়েছি। গতকাল আমি সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ স্যারের কাছে স্মারকলিপি জমা দিয়েছি এবং আজ উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দিলাম।’