ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের যমুনা ব্লকের পেছনের এক্সটেনশনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার পরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
jwARI.fetch( $( "#ari-image-jw6924627450985" ) );
অগ্নিকান্ডের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিজয় একাত্তর হল সংসদের সহ-সভাপতি হাসান আল বান্না। তিনি জানান, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগে এবং সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, ‘গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগে এবং মোট চারটি সিলিন্ডার বিস্ফোরিত হয়। তবে কেউ আহত হয়নি।
jwARI.fetch( $( "#ari-image-jw69246274509be" ) );
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক বলেন, ‘বিজয় একাত্তর হলের ক্যান্টিনে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছিল। দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কোনো হতাহত নেই।’
ঢাবি প্রক্টর প্রফেসর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘হলসংলগ্ন একটি দোকানের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণ করেছে ফায়ার সার্ভিস।’