দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭১১

দেশজুড়ে অভিযানে গ্রেপ্তার ১৭১১

ঢাকা: দেশজুড়ে অভিযানে ১ হাজার ৭১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৮৪ জন রয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড  পাবলিক রিলেশন্স) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এ বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে মোট ১ হাজার ৭১১ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১৮৪ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫২৭ জন।  

এছাড়া অভিযানে উদ্ধার করা হয় দেশীয় তৈরি ওয়ান শুটারগান একটি, বিদেশি পিস্তলের দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন একটি, এক রাউন্ড গুলি, দুটি সুইচ গিয়ার চাকুসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র।  

এমএমআই/এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin