ময়মনসিংহে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়ির গেটে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ নভেম্বর) দিনগত রাত ৩টার দিকে মহানগরীর ঢোলাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে বাসার গেটে আগুন ধরার চিহ্ন দেখা গেছে। গেটের নিচে পেপারে আগুন ছিল। উদ্দেশ্য নিয়ে কেউ আগুন ধরিয়েছে বলে ধারণা করছি। হয়তো আমরা যাওয়ার আগে গেটের সামনে আগুন আরও বেশি জ্বলে থাকতে পারে। তবে আমরা তা দেখতে পাইনি। এ ঘটনায় রাফিয়ার ভাই কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে।