চুরি হওয়া টাকার আংশিক উদ্ধার, মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

চুরি হওয়া টাকার আংশিক উদ্ধার, মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১

রাজধানীর বনানীর একটি বাসায় চুরি হওয়া প্রায় ৩০ লাখ টাকার আংশিক উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় জড়িত মো. কাউছার আহমেদ (২২) নামে একজনকে চুরির টাকায় কেনা মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপির) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ১২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. কাউছার আহমেদকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ২৪ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। জব্দ করা হয় চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন।

বনানী থানা সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বনানী থানার ১৮ নম্বর রোডের ৩৮/বি নম্বর হাউজে চুরির ঘটনা ঘটে। ওই বাসায় ভুক্তভোগী ব্যবসায়ী মুস্তাজিরুল শোভন ইসলাম পরিবার নিয়ে বসবাস করেন। ঘটনার দিন রাত পৌনে ১২টার দিকে তিনি ও তার পরিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরের দিন ১০ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে তিনি ঘুম থেকে উঠে দেখেন, তার শয়নকক্ষে জিনিসপত্র এলোমেলো অবস্থায় রয়েছে এবং ওয়াল আলমারির দরজা খোলা। পাশাপাশি ভেতরে রাখা ব্যবসায়িক লেনদেনের জন্য সংরক্ষিত হ্যান্ড সুটকেস মেঝেতে পড়ে আছে। ওই হ্যান্ড সুটকেস ব্যবসায়িক কাজের জন্য রক্ষিত ৩০ লাখ টাকা অজ্ঞাতনামা চোর চুরি করে নিয়ে গেছে।

এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর ভুক্তভোগী মুস্তাজিরুল শোভন ইসলামের অভিযোগের পরিপ্রেক্ষিতে বনানী থানায় একটি চুরির মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় টাকা চুরির সঙ্গে জড়িত ব্যক্তির অবস্থান শনাক্ত করা হয়। অতঃপর শুক্রবার রাতে মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে এলাকায় অভিযান পরিচালনা করে ওই ঘটনার সঙ্গে জড়িত আসামি মো. কাউছার আহমেদকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাউছার আহমেদ উদ্ধারকৃত টাকা চুরি করেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিসি তালেবুর রহমান।

এসসি/আরবি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin