চট্টগ্রামে হাসপাতাল থেকে যুবক অপহরণ, আপ বাংলাদেশের দুই নেতা বহিষ্কার

চট্টগ্রামে হাসপাতাল থেকে যুবক অপহরণ, আপ বাংলাদেশের দুই নেতা বহিষ্কার

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল থেকে প্রকাশ্যে এক যুবককে ছাত্রলীগ নেতা ট্যাগ দিয়ে তুলে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা ও পরে মারধর করে ১৬ ঘণ্টা আটকে রেখে একাধিক এটিএম বুথ থেকে ৬০ হাজার টাকা আদায়ের পর ছেড়ে দেওয়ার সঙ্গে জড়িতদের কয়েকজন ‘আপ বাংলাদেশ’ নামে একটি সংগঠনের নেতা বলে জানা গেছে। এ ঘটনায় আপ বাংলাদেশ তাৎক্ষণিকভাবে দুই জনকে দল থেকে বহিষ্কার করেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) আপ বাংলাদেশের মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চট্টগ্রামে পার্কভিউ হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতাকে ধরে থানায় সোপর্দ করার ঘটনায় কয়েকজনকে অপহরণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা জানতে পেরে আপ বাংলাদেশ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ থানায় গিয়ে ঘটনার যেই বিবরণ শোনেন, তাতে জানা যায়, ছাত্রলীগ নেতাকে আটক করে থানায় সোপর্দ না করে বরং নিজেদের হেফাজতে রেখে তার ওপরে নির্যাতন চালানো হয়। পরদিন সকালে তাকে থানায় সোপর্দ করতে গেলে আটককারীদেরকে অপহরণ মামলায় গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ। এই ঘটনায় আটকদের সঙ্গে আপ বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফকেও অপহরণ মামলায় গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই ছাত্রলীগ নেতাকে আটক করে তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ না করে নিজেদের হেফাজতে রেখে তার পরদিন থানায় সোপর্দ করার ঘটনায় আপ বাংলাদেশ তাৎক্ষণিকভাবে আব্দুল আহাদ আশরাফুল ও আবু তারেক মোহাম্মদ আসিফকে দল থেকে বহিষ্কার করে। ঘটনার অধিকতর তদন্ত করে কেন্দ্রের নিকট পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়ার জন্য চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক ফায়াজ শাহেদকে প্রধান করে ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক হুজ্জাতুল্লাহ আবীর ও সদস্য সচিব মাহী চৌধুরীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়।

এদিকে, এ ঘটনায় অপহৃত ফয়সাল মাহমুদের (৩২) বাবা জসিম উদ্দিন বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলা করলে পুলিশ জড়িত তিন জনকে গ্রেফতার করে। 

গ্রেফতাররা হলেন- আশরাফুল আমিন (২৯), তারিক আসিফ (২৭) ও শাহাদাত হোসেন শান্ত (২০)।

এর আগে হাসপাতাল থেকে ফয়সালকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রবিবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার বেসরকারি হাসপাতাল পার্কভিউতে এই ঘটনা ঘটে।

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin