এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। চীনকে হারাতে পারলেই মূল পর্বে জায়গা করে নেবে গোলাম রব্বানী ছোটনের দল। দুই দলের বর্তমান পয়েন্ট ১২। ফলে রবিবারের (৩০ নভেম্বর) ম্যাচটি অনেকটাই অঘোষিত ফাইনালও। দুই দলের এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে।
বাংলাদেশের জয় ছাড়া বিকল্প নেই। চার ম্যাচে বাংলাদেশ গোল করেছে মোট ২০টি। বিপরীতে এক গোল হজম করেছে।
সমান ম্যাচে ৩৮ বার প্রতিপক্ষের জাল কাঁপিয়েছে চীন। আর প্রতিটি ম্যাচেই তারা নিজেদের জাল অক্ষত রেখেছে। যে কারণে রবিবার বাংলাদেশের জয় পেতেই হবে। আর চীন ড্র করলেই গোল পার্থক্যে মূলপর্বে জায়গা করে নেবে বাছাইপর্বে ‘এ’ গ্রুপের স্বাগতিক দেশটি।
এই ম্যাচের আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেছেন, ‘আগের চার ম্যাচে আমরা জয় ছিনিয়ে এনেছি। যদিও সর্বশেষ ম্যাচটা (বাহরাইন) অনেক কঠিন ছিল। আপনারা জানেন আগামীকালের ম্যাচ দুই দলের মধ্যে অঘোষিত ফাইনাল। যারা জিতবে তারা এশিয়ান কাপে কোয়ালিফাই করবে। এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ।’
শক্তিমত্তার বিচারে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে চীন। ফিফা র্যাঙ্কিংয়ে চীন সিনিয়র দল আছে ৯৩-এ। সেখানে বাংলাদেশের অবস্থান ১৮০তম। তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। অধিনায়ক ফয়সাল বলেছেন, ‘চীন অনেক শক্তিশালী দল, তবুও চেষ্টা করবো সর্বোচ্চটা দিয়ে জিতে কোয়ালিফাই করতে।’
হামজা-জামালদের নিয়ে সিনিয়র দল মূল পর্বে জায়গা করে নিতে পারেনি। এখন বয়সভিত্তিক দল কী করে তা রয়েছে দেখার।