বাংলাদেশ নারী সিনিয়র ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলবে। এএফসি অনূর্ধ-২০ টুর্নামেন্টের মূল পর্বেও জায়গা করে নিয়েছে আফঈদারা। আগামী বছর ১-১৮ এপ্রিল থাইল্যান্ডে হতে যাওয়া ড্র হয়েছে আজ সোমবার (১০ নভেম্বর)। এ গ্রুপে বাংলাদেশের জায়গা হয়েছে চীন, ভিয়েতনাম, স্বাগতিক থাইল্যান্ড ও চীনের গ্রুপে।
চূড়ান্ত পর্বে ১২ দল তিন গ্রুপে খেলবে। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন, রানার্স আপের পাশাপাশি সেরা দুই তৃতীয় দল কোয়ার্টার ফাইনাল খেলবে। বাংলাদেশের গ্রুপে চীন স্বাভাবিকভাবেই টপ ফেভারিট। থাইল্যান্ড কিংবা ভিয়েতনামকে হারাতে পারলে বাংলাদেশের গ্রুপ রানার্স আপ কিংবা তিন গ্রুপের মধ্যে তৃতীয় স্থানে থাকা তিন দলের মধ্যে সেরা দুই তৃতীয় দল হওয়ার সম্ভাবনা থাকবে।
কোয়ার্টার ফাইনালে জিতলেই মিলবে বিশ্বকাপ খেলার টিকিট। টুর্নামেন্টের সেমিফাইনালিস্ট চার দল ২০২৬ সালে ফিফা অনূর্ধ২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।
স্বাগতিক হিসেবে থাইল্যান্ড চূড়ান্ত পর্বে সরাসরি খেলছে।
গ্রুপ ‘এ’- থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম ও বাংলাদেশ
গ্রুপ ‘বি’- উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডান
গ্রুপ ‘সি’- জাপান, অস্ট্রেলিয়া, চাইনিজ তাইপে ও ভারত।