চাকসুর জিএস সাঈদ, কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ

চাকসুর জিএস সাঈদ, কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে সাঈদ বিন হাবিব নির্বাচিত হওয়ায় কিশোরগঞ্জে মিষ্টি বিতরণ করা হয়েছে। তার এই বিজয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় কিশোরগঞ্জের হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসায়— যেখানে তিনি মাধ্যমিক (দাখিল) ও উচ্চ মাধ্যমিক (আলিম) পড়াশোনা শেষ করেছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখা। এসময় শিক্ষকেরা বলেন, সাঈদের এই অর্জন শুধু তার নিজের নয়, পুরো কিশোরগঞ্জের।

জানা গেছে, সাঈদ বিন হাবিব হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসা থেকে ২০১৭ সালে এসএসসি (দাখিল) ও ২০১৯ সালে এইচএসসি (আলিম) পাস করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে (২০১৯-২০ সেশন) ভর্তি হন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। চলতি বছর ইতিহাস বিভাগ থেকে ৩.৬৮ সিজিপিএ নিয়ে স্নাতক শেষ করেছেন তিনি।

বুধবার (১৫ অক্টোবর) অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ছাত্রশিবির প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করে সাঈদ বিন হাবিব ৭ হাজার ২৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের শাফায়াত পেয়েছেন ২ হাজার ৪৩৩ ভোট।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা আজিজুল হক বলেন, সাঈদ বিন হাবিব আমাদের প্রতিষ্ঠানের গর্ব। ছাত্রজীবন থেকেই তিনি মেধাবী, বিনয়ী এবং নেতৃত্বগুণে উজ্জ্বল ছিলেন। তার এই অর্জন আমাদের সবার জন্য অনুপ্রেরণা।

ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলার সভাপতি হাসান আল মামুন বলেন, সাঈদ বিন হাবিব কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক জনশক্তি। তার এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। আমরা চাই, কিশোরগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম হিসেবে ছাত্র সংসদ নির্বাচন নিয়মিতভাবে অনুষ্ঠিত হোক।

মাদরাসার শিক্ষার্থী হাবিবউল্লাহ বলেন, আমাদের মাদরাসার শিক্ষার্থী সাঈদ চাকসুর মতো বড় প্ল্যাটফর্মে জিএস নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। এটি প্রমাণ করে, মাদরাসার শিক্ষার্থীরাও এখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে।

মাদরাসার শিক্ষক তাজুল ইসলাম বলেন, সাঈদের সাফল্যে পুরো মাদরাসা পরিবার আনন্দিত। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে সে আরও বড় অর্জন নিয়ে আসবে।

এসকে রাসেল/এফএ/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin