চাকসু নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচারণা

চাকসু নির্বাচন: চলছে শেষ মুহূর্তের প্রচারণা

আজ রাত ১২ টায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-চাকসু নির্বাচনের প্রচারণার সময়। তাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

প্রচারণার শেষ দিনের একটি মুহূর্তও যেন নষ্ট করতে চান না প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রার্থীরা দিচ্ছেন আবাসন, যাতায়াত, নিরাপদ ক্যাম্পাস ও গবেষণা খাতে উন্নয়নের প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন, প্যানেল নয়, ভোট দিবেন প্রার্থীদের যোগ্যতা বিবেচনায়।

চাকসু নির্বাচন উপলক্ষে পাঁচটি অনুষদ ভবনকে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১২টি করে মোট ৬০টি গোপন ভোটকক্ষ থাকবে।

চাকসুতে সবচেয়ে বেশি ভোটার থাকছে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন কেন্দ্রে। এখানে প্রীতিলতা হল, বিজয়-২৪ হল, শহীদ ফরহাদ হোসেন হল ও শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের মোট ৭ হাজার ৭৩ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। ড. মুহাম্মদ ইউনুস ভবন (সমাজবিজ্ঞান অনুষদ) কেন্দ্রে ভোট দেবেন নবাব ফয়জুন্নেছা হল, শামসুন নাহার হল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও অতীশ দীপঙ্কর হলের শিক্ষার্থীরা। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬ হাজার ৬১৬ জন।

শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ভবন (কলা ও মানববিদ্যা অনুষদ নতুন ভবন) কেন্দ্রে ভোট দেবেন শাহজালাল হল, এ. এফ. রহমান হল ও আলাওল হলের ৫ হাজার ২৬৩ জন শিক্ষার্থী। বিজ্ঞান অনুষদ ভবন কেন্দ্রে আমানত হল, শহীদ আবদুর রব হল ও মাস্টারদা সূর্য সেন হলের ৪ হাজার ৫৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন। এছাড়া সবচেয়ে কম ভোটার থাকছে আইটি অনুষদ ভবন কেন্দ্রে। এই কেন্দ্রে সোহরাওয়ার্দী হলের মোট ৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী ভোট দেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চাকসু নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী এবং হল ও হোস্টেল সংসদে যথাক্রমে ১৪ ও ১০টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন।

তফসিল অনুযায়ী আগামী ১৫ অক্টোবর বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই রিটার্নিং কর্মকর্তার কক্ষে শুরু হবে গণনা কার্যক্রম।

/এএস

Comments

0 total

Be the first to comment.

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন JamunaTV | ক্যাম্পাস

জাকসু নির্বাচন: ২১টি হলের মধ্যে ১৬টিতে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা সম্পন্ন

ভোট গ্রহণের পর ৪১ ঘণ্টা পার হলেও এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বা...

Sep 13, 2025
৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর JamunaTV | ক্যাম্পাস

৩৩ বছর জাকসু হয়নি, অভিজ্ঞতা কম থাকায় ফল প্রকাশে সময় লাগছে: জাবি প্রক্টর

বিগত ৩৩ বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ...

Sep 13, 2025
জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’ JamunaTV | ক্যাম্পাস

জাকসু: ‘ষড়যন্ত্র বাস্তবায়নে ব্যর্থতাই নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগের কারণ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই নির্বাচন ক...

Sep 13, 2025

More from this User

View all posts by admin