বুকার জিতলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালাই

বুকার জিতলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালাই

হাঙ্গেরিয়ান-ব্রিটিশ কথাসাহিত্যিক ডেভিড সালাই ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতেছেন। সোমবার সন্ধ্যায় লন্ডনের ওল্ড বিলিংসগেটে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে ৫০,০০০ ডলার মূল্যের এ পুরস্কার তুলে দেওয়া হয়।‘ফ্লেশ’ সালাইয়ের ষষ্ঠ উপন্যাস। উপন্যাসের শুরু হয় হাঙ্গেরিতে মায়ের সঙ্গে একই অ্যাপার্টমেন্টে থাকা কিশোর ইস্তভানের জীবনে ঘটে যাওয়া এক চমকপ্রদ ঘটনার মাধ্যমে। এরপর লেখক তাকে অনুসরণ করেছেন সামরিক জীবনে, পরে লন্ডনে অভিবাসী শ্রমিক হিসেবে তার নতুন জীবনে। সংযত ভাষাশৈলীতে লেখা ‘ফ্লেশ’ অন্বেষণ করেছে পুরুষত্ব, শ্রেণি, অভিবাসন, ট্রমা, যৌনতা ও ক্ষমতার জটিল বিষয়গুলো।

সমালোচক কিয়ারান গডার্ড লিখেছেন, “ফ্লেশ হলো ‘অস্তিত্বের অচেনা নিস্তব্ধতার’ এক নির্মম প্রতিচ্ছবি। সালাইয়ের ভাষা হাড়ের মতো কঠিন ও সংক্ষিপ্ত।…যে চরিত্রগুলো সাধারণত সাহিত্যে জায়গা পায় না। সালয় আমাদের সেই মুখোশের আড়ালের মানুষটিকে দেখতে শেখান।” jwARI.fetch( $( "#ari-image-jw6912dc7866e58" ) ); ডেভিড সালাই জন্মগ্রহণ করেন মন্ট্রিয়ালে, হাঙ্গেরিয়ান পিতা ও কানাডীয় মাতার পরিবারে। বড় হয়েছেন লন্ডনে, পড়াশোনা করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। পেশাজীবনের শুরুতে কাজ করেছেন ফাইন্যানশিয়াল বিজ্ঞাপনের বিক্রয়কর্মী হিসেবে, যা থেকে অনুপ্রাণিত হয়ে লেখেন তার প্রথম উপন্যাস ‘লন্ডন অ্যান্ড দ্য সাউথ-ইস্ট’। তার অন্যান্য উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, ‘স্প্রিং, দ্য ইনোসেন্ট’ এবং ছোটোগল্প সংকলন ‘টার্বুলেন্স’। বর্তমানে তিনি ভিয়েনায় বসবাস করছেন।

পেঙ্গুইন গ্রুপের ইমপ্রিন্ট জনাথন কেপ ‘ফ্লেশ’ প্রকাশ করেছে। এই প্রকাশনা সংস্থা বুকারের ইতিহাসে সর্বাধিক দশমবারের মতো পুরস্কার জিতেছে। গত বছরের বিজয়ী সামান্থা হারভির ‘অরবিটাল’ও একই প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছিল।

Comments

0 total

Be the first to comment.

উৎসবের ভেতর যে আঁধার BanglaTribune | পুরস্কার

উৎসবের ভেতর যে আঁধার

সাহিত্যের উৎসব সাধারণত আলো, অভিবাদন, কৃতজ্ঞতা, আর স্বীকৃতির এক সমবেত মুহূর্ত। কিন্তু সম্প্রতি নিউ ইয়...

Nov 21, 2025

More from this User

View all posts by admin