অবগাহনের সময় পেরিয়ে যায়তবু জল স্পর্শ করতেই যত ভয়কি জানি যদি ডুবে যাই অবশেষেআমি তো জানি জীবন ফুলেল নয়।আমি তো দেখেছি শ্বাপদের আনাগোনাতুচ্ছ লোভের নোংরা হলুদ দাঁতঈর্ষার কাঁটা যত্নে বক্ষে চেপেনিষ্প্রাণ চোখে বাড়ায় ঠান্ডা হাত।নারীরা ফেরে না, নারীদের দোষ নেইকাঁটাতারে ঘেরা নিষেধের বেড়াজালনগরে বাউল বিলীন হয়েছে কবেইএখন চলছে পাখিদের হরতাল।পৃথিবীটা বড় যান্ত্রিক হয়ে গেছেযন্ত্রণাকাতর মানুষগুলো ছোটেতবু তার মাঝে কবিতাই শুধু আছেদাহকালে যে বন্ধুর মতো সহৃদয় হয়ে ওঠে।
তোকে ভালোবাসি বলেইতোকে নিয়ে দুশ্চিন্তা যত!কোথায় গিয়ে পড়বি, কোন নর্দমায়খানাখন্দে—আর তোকে খুঁজে খুঁজে সমস্ত পৃথিবী ওলট-পালটঅবশ্য মন্দ হবে না তাহলে—আফ্রিকার সব কৃষ্ণকায় মানুষেরা তখনদখল করে নেবে বর্ণবাদী চেয়ার-টেবিলসমস্ত পলাশের রং হয়ে যাবে নীলআর সবুজ ক্যাকটাস ফুল ফোটাবে অবিশ্রান্ত।‘ক্ষুধা’ নির্বাসিত হবে, উত্তর গোলার্ধের ঠান্ডা সমুদ্রেতবু সেখানেও সূর্য ঝলমলে দিন।আর সব মানুষ উড়তে শিখবেউড়তে উড়তেই রচিত হবে মনুষ্যত্বের গান।নেহাত মন্দ হবে না—তুই হারিয়ে গেলেকারণ, যেখানেই থাকিস না কেনসব কাজ শেষ করে অর্থাৎসাজানো-গোছানো পৃথিবীতেআবার ফিরিয়ে আনব তোকেভালোবাসি বলেই।
খুব বেশি নিঃশব্দে তুমি চলে গিয়েছিলেআবার এতটাই শব্দহীন ছিল তোমার ফিরে আসা যেআমি তোমাকে দেখতেই পাইনি।প্রথমত তোমাকে দেখিনিদ্বিতীয়ত তুমি যখন আমায় ডাকলে...তোমার কণ্ঠ আমার অচেনা লেগেছে।আমি দৃষ্টিহীন কিংবা বধির হলেই ভালো হতোতাহলে তোমাকে তুমি বলে চিনতে না পারার অপরাধবোধটুকুঢেকে রাখতে পারতাম আমার সহজাত ঔদার্য দিয়ে।তুমি বদলে গেছ এটাই একমাত্র সত্যি নাও হতে পারেতুমি বদলে দিয়েছ আমাকে—এটাই যথাযথ।এখন আমি অনায়াসেই হাতে তুলে নিতে পারি তরবারিকারও মাথা না কাটলেও, হৃদয় ছিঁড়ে দিতে পারি,তোমার চাইতেও বেশি নির্দয়তায়।এসো তবে যুদ্ধ করি!
এখনো সময় আছে, আমরাঅরণ্যের কাছে ফিরে যেতে পারিঅপার প্রকৃতির সামনে নতজানু হয়েঅস্ফুটে বলতে পারি, ‘আমাকে নাও’।আমাদের নিশ্বাসে আজ বিষ ঢুকে গেছেআমাদের সভ্যতায় পচন ধরেছে,আমরা রক্তলোলুপ হয়ে উঠেছি ক্রমশআমরা প্রতিদিনি সকালেচায়ের সঙ্গে রক্ত পান করছিআমরা প্রতিদিন বিকেলেআড্ডায়—রক্ত খরচের হিসাব করছি,আমরা প্রতি মুহূর্তে রক্তাক্ত করছি বিশ্বকে।আমরা নিধন করছি বৃক্ষদহন করছি স্বপ্নদলিত করছি ফুল, জ্যোৎস্না, সংগীতদূষিত করছি বাতাস আর বৃষ্টিকেকর্তন করছি পর্বত এবংমৃত্যুকে মৃত্যুর চাইতেও ভয়াবহ করে তুলেছি।তবু, এখনো সময় আছে, আমরাঅপার প্রকৃতির মাঝে ফিরে যেতে পারি;অরণ্যের কাছে ক্ষমা চেয়েবলতে পারি ‘আমাকে স্বপ্ন দাও’।
নতুন আলোয় স্বপ্ন দেখিআকাশজুড়ে মেঘ বানাবকালবোশেখির রুদ্র ঝড়েনীলকণ্ঠী নাও ভাসাব...ডুবসাঁতারে পার হয়ে যাইস্বপ্ন সুখের মিথ্যে সাগরসাধ্যি তো নেই সত্য জেনেতোমার বুকে কাটব আঁচড়।অমন করে কইতে কথাকেউ বলেনি আমায় তখনভালোবেসে বিবাগী মনতোমার পথে ছুটল যখন।আজকে যখন এই অবেলায়তোমায় পেলাম স্বত্ববিহীনআমি তখন একলা উড়ালজীবন খুঁজি যন্ত্রণাহীন!