জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত সম্মেলন বা কপ৩০ সম্মেলনস্থলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে সম্মেলনস্থলে ঢুকে পড়েন একদল বিক্ষোভকারী। সেখানে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। এবারের সম্মেলনটি ব্রাজিলের আমাজন অঞ্চলের বেলেম শহরে অনুষ্ঠিত হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিক্ষোভকারীদের মধ্যে স্থানীয় আদিবাসী ও অ-আদিবাসী জনতাও ছিলেন। তারা জলবায়ু পরিবর্তন রোধে পদক্ষেপ ও বন সংরক্ষণের দাবি জানাতে এ কর্মসূচি চালান। এক সময় তারা সম্মেলনের ভেন্যুতে ঢুকে পড়েন এবং প্রবেশপথে নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এছাড়া বিক্ষোভকারীদের কয়েকজন সম্মেলনস্থলের মেটাল ডিটেক্টর ভেদ করে ব্লু জোনে ঢুকে পড়েন। জাতিসংঘের নিরাপত্তা কর্মীরা তাদের থামাতে যান। এ সময় বিক্ষোভকারীরা কর্মীদের ধাক্কা দেন ও চিৎকার করতে থাকেন।
jwARI.fetch( $( "#ari-image-jw69144a19230f1" ) );
বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করছিলেন। ব্যানারে লেখা ছিল, ‘আমাদের বন বিক্রির জন্য নয়’। কারো কারো গায়ের টি-শার্টে লেখা ছিল ‘জুন্তোস'। স্প্যানিশ এই শব্দের বাংলা করলে দাঁড়ায় ‘একসঙ্গে’।
জাতিসংঘের জলবায়ু-বিষয়ক মুখপাত্র জানান, এ ঘটনায় দুজন নিরাপত্তা কর্মী সামান্য আহত হয়েছেন। সম্মেলনস্থলের সামান্য ক্ষতি হয়েছে।
বিক্ষোভকারীদের মধ্যে তুপিনাম্বা জনগোষ্ঠীর আদিবাসী নেতা নাতো উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমরা চাই আমাদের ভূমি, কৃষি ব্যবসা, তেল অনুসন্ধান, অবৈধ খনন ও অবৈধ বৃক্ষ নিধন থেকে মুক্ত থাকুক।
তবে সংঘর্ষের কিছুক্ষণের মধ্যেই প্রতিবাদকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।
পরে এক বিবৃতিতে জাতিসংঘের এক মুখপাত্র বলেন, ‘ব্রাজিল ও জাতিসংঘের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা প্রটোকল অনুযায়ী দ্রুত পদক্ষেপ নিয়ে স্থানটি নিরাপদ করেন। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে। সম্মেলনস্থল এখন সম্পূর্ণ নিরাপদ।’