বৈষম্যবিরোধী আন্দোলন: এক বছর চার মাস পর আ.লীগের সাবেক এমপিসহ ৩৫৯ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলন: এক বছর চার মাস পর আ.লীগের সাবেক এমপিসহ ৩৫৯ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মধ্যবাজারে হামলা, ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সংসদ সদস্য (এমপি) নুর মোহাম্মদসহ ৩৫৯ জনকে আসামি করে মামলা হয়েছে। এক বছর চার মাস আগের দুটি ঘটনায় মামলাটি করা হয়েছে। এতে ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। তাদের অধিকাংশই আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক জনপ্রতিনিধি ও নেতাকর্মী।

গত বৃহস্পতিবার বকশীগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমন বাদী হয়ে থানায় মামলাটি করেন। তবে সোমবার মামলার বিষয়টি জানায় ‍পুলিশ। এর মধ্যে উল্লেখযোগ্য আসামিরা হলেন- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক এমপি নুর মোহাম্মদ ও তার ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম, সহসভাপতি শফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার ও জেলা পরিষদের সাবেক সদস্য শিলা সারোয়ার প্রমুখ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বছরের ১৭ ও ১৮ জুলাই বিকালে উপজেলার মধ্য বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন আসামিরা।

মামলার বাদী শাহরিয়ার আহমেদ বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলন চলার সময় আওয়ামী লীগের দোসররা প্রকাশ্যে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা করেছিল। এর ভিডিও ও স্থিরচিত্র আছে। সব তথ্যপ্রমাণ সংগ্রহ করে মামলাটি করা হয়েছে। মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, সবাই ঘটনায় জড়িত।’

এত দিন পর মামলা করা প্রসঙ্গে শাহরিয়ার বলেন, ‘আওয়ামী লীগের দোসরদের মধ্যে ন্যূনতম অনুশোচনাবোধ নেই। এখন তারা বিভিন্ন জায়গায় নাশকতার চেষ্টা করবে। তাই মামলাটি করেছি।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘গত বছরের ৫ আগস্টের পর থেকে এই মামলার বেশিরভাগ আসামি পলাতক। তবে তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin