বনানীতে মি. ডিআইওয়াইয়ের অষ্টম স্টোর উদ্বোধন

বনানীতে মি. ডিআইওয়াইয়ের অষ্টম স্টোর উদ্বোধন

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডিআইওয়াই বাংলাদেশের বাজারে তাদের অষ্টম শাখা উদ্বোধন করেছে। নতুন এই আউটলেটটি অবস্থিত বনানী রোড ১১, হাউস ১০৬, ঢাকায়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী। যিনি মি. ডিআইওয়াইয়ের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে নতুন স্টোরের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডিআইওয়াই বাংলাদেশের বিভিন্ন বিভাগের কর্মকর্তা— সাইয়েদ নূর আনোয়ার, হেড অব অপারেশনস; মোহাম্মদ নাসিম আহমেদ, ফাইন্যান্স ম্যানেজার; মো. মাসুদুর রহমান, ইমপোর্ট ম্যানেজার; মোহাম্মদ শাহিন মোল্লা, এইচআর ম্যানেজার; মোহাম্মদ নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার এবং রাহাত নাবি, মার্কেটিং ম্যানেজার।

মি. ডিআইওয়াই কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে টেকসই সম্প্রসারণ ও উন্নত গ্রাহকসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটির মূল প্রতিশ্রুতি হলো— ‘Quality, affordable prices, and a wide variety – a reliable one-stop destination for all your needs.’

নতুন বনানী স্টোরে রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরিতে ১০,০০০-এর বেশি পণ্য, যার মধ্যে অন্তর্ভুক্ত গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স, যা প্রতিটি পরিবারের সদস্যের জন্য এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গ্র্যান্ড ওপেনিং অফার উদ্বোধন উপলক্ষে ২২ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার কার্যক্রম। ১,০০০ বা তার বেশি কেনাকাটায় ক্রেতারা পাবেন একটি মি. ডিআইওয়াইয়ের ছাতা। যে কোনো কেনাকাটায় থাকছে মি. ডিআইওয়াই শপিং ব্যাগ। এ ছাড়া গ্রাহকরা MR.DIY Top Fan Campaign-এ অংশ নিয়ে এক্সক্লুসিভ পুরস্কার জয়ের সুযোগ পাবেন।

আরবি

Comments

0 total

Be the first to comment.

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন Banglanews24 | কর্পোরেট কর্নার

বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডে আবারও বর্ষসেরা প্রতিষ্ঠানের সম্মাননা পেল ওয়ালটন

দেশের শিল্প, ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে অসামান্য অবদানের জন্য বছরের সেরা ব্যবসায় উদ্যোক্তা প্রতিষ্ঠ...

Sep 25, 2025
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন Banglanews24 | কর্পোরেট কর্নার

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মাস্টার অব পাবলিক হেলথ প্রোগ্রামের উদ্বোধন

ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রামের প্র...

Sep 13, 2025

More from this User

View all posts by admin