বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত আরোহণে বাংলাদেশি তিন অভিযাত্রী, ১০ ছবিতে তাঁদের অভিযানের গল্প

বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত আরোহণে বাংলাদেশি তিন অভিযাত্রী, ১০ ছবিতে তাঁদের অভিযানের গল্প

বাংলাদেশি পর্বতারোহী বাবর আলী, তৌফিক আহমেদ ও তানভীর আহমেদ বিশ্বের অষ্টম সর্বোচ্চ পর্বত মানাসলু (৮ হাজার ১৬৩ মিটার) অভিযানে গেছেন। নেপালের মানসিরি হিমাল রেঞ্জে অবস্থান এই ‘মাউন্টেন অব দ্য স্পিরিট’-খ্যাত পর্বতের। আজ তিন অভিযাত্রীই বেজক্যাম্প ছেড়ে ৬ হাজার ৩২৫ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প ২–এ পৌঁছে গেছেন। এর আগে বেশ কয়েক দিন তাঁরা বেজক্যাম্পে অবস্থান করে ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। এখন ক্যাম্প-২ থেকে ধাপে ধাপে আরও ওপরের ক্যাম্পে চলে যাবেন। আবহাওয়া অনুকূলে থাকলে ২৬ সেপ্টেম্বর মানাসলু পর্বতশিখর স্পর্শ করার চেষ্টা করবেন তাঁরা।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin