বিসিবি নির্বাচন: ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন পাইলট

বিসিবি নির্বাচন: ‘সি’ ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে ফলাফল আসতেও শুরু করেছে।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ‘সি’ ক্যাটাগরি থেকে ৩৭ ভোট পেয়ে পরিচালক পদে নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক-উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট। তার প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পেয়েছেন ৭ ভোট।

আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। দিনের শুরুতেই উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার উপস্থিতিতে ভোটকেন্দ্রে দেখা যায় উৎসবমুখর পরিবেশ।

নির্বাচন ঘিরে সকাল থেকেই উত্তেজনা, প্রার্থীদের আনাগোনা ও গণমাধ্যমের ভীড়। বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় গণনা।  

রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর আজ ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। তবে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তারা শুধু ভোট দিতে পেরেছেন।  

ক্যাটেগরি-২ থেকে ১৭ জন প্রার্থী লড়েছেন, যাদের মধ্যে ১২ জন নির্বাচিত হবেন। জেলা ও বিভাগভিত্তিক ক্যাটেগরি-১ এ মোট ৭২ ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক, তবে ৯ জন ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin