বগুড়ায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু

বগুড়ায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু

বগুড়া ব্যুরো:

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদপানে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজন।

পুলিশ জানায়, দুর্গাপূজার দশমীর দিনে খোট্টাপাড়া এলাকার মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া তাদের সনাতন বন্ধুদের সঙ্গে মদপান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৭ অক্টোবর চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। এর একদিন পর নাসিমুল ইসলামও মারা যান। আজ শুক্রবার দুপুরে মানিক ও কাফির মৃত্যু হয়। এদিকে চিকিৎসাধীন থাকা রঞ্জু মিয়ার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin