বেসবল থেকে মহাকাশ প্রযুক্তি: ইলন মাস্ককে ‘সবকিছুতেই সেরা’ বলছে গ্রোক

বেসবল থেকে মহাকাশ প্রযুক্তি: ইলন মাস্ককে ‘সবকিছুতেই সেরা’ বলছে গ্রোক

ইলন মাস্কের মালিকানাধীন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রোক আবারও বিতর্কের কেন্দ্রে। সম্প্রতি প্রকাশিত গ্রোক ৪.১–এর নতুন সংস্করণে দেখা গেছে, এক্স প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে এমন স্ক্রিনশট যেখানে প্রায় সব ধরনের প্রতিযোগিতা ও ক্ষেত্রেই গ্রক মাস্ককে সেরা বলে উল্লেখ করেছে।

বিতর্কের সূচনা হয় এক ব্যবহারকারীর প্রশ্ন থেকে। তিনি জানতে চেয়েছিলেন, ১৯৯৮ সালের এনএফএল ড্রাফটে পেইটন ম্যানিং, রায়ান লিফ অথবা ইলন মাস্ক—কাকে কোয়ার্টারব্যাক হিসেবে বেছে নেওয়া উচিত। গ্রকের দৃঢ় উত্তর ছিল,

গ্রকের ব্যাখ্যা অনুযায়ী, যদিও ম্যানিং কিংবদন্তি খেলোয়াড়, মাস্ক নাকি “কোয়ার্টারব্যাকিংয়ের সংজ্ঞা সম্পূর্ণ নতুনভাবে তৈরি করতে পারতেন।” বট উল্লেখ করেছে, মাস্কের উদ্ভাবনী ক্ষমতা মহাকাশযান ও বৈদ্যুতিক গাড়ির প্রযুক্তিতে যেমন খেলার নিয়ম বদলাতে পারে, তেমনি মাঠের কৌশলেও প্রয়োগ করা যেত।

বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়লে সরাসরি প্রতিক্রিয়া দেন মাস্ক। তিনি এক্সে লিখেছেন, গ্রককে ইচ্ছাকৃতভাবে ঘুরিয়ে-পেঁচিয়ে প্রশ্ন করা হয়েছে, তাই এটি অতিরঞ্জিত প্রশংসা করেছে।

মাস্ক নিজেও নিজের কিছু ক্ষেত্রে আত্মসমালোচনামূলক মন্তব্য করেন। পরবর্তীতে গ্রকের বেশিরভাগ উত্তরের স্ক্রিনশট মুছে ফেলা হয়।

তবে সব ক্ষেত্রে মাস্ককে সেরা বলা হয়নি। দৌড়, জিমন্যাস্টিকস, গান এবং অন্যান্য শারীরিক বা সৃজনশীল ক্ষেত্রে নোয়া লাইস, সিমোন বাইলস এবং বিয়নসের মতো তারকারাই গ্রকের মতে শ্রেষ্ঠ।

বেশি আলোচনার জন্ম দেয় বেসবল সংক্রান্ত গ্রকের প্রতিক্রিয়া। মেজর লিগের খেলোয়াড়দের মধ্যে, শোহেই ওতানি ছাড়া অন্য প্রায় সব খেলোয়াড়ের জায়গায় মাস্ককে ‘ভালো পছন্দ’ হিসেবে দেখানো হয়েছে।

বটের যুক্তি—মাস্কের উদ্ভাবনী ক্ষমতা মাঠেও ‘খেলার নিয়ম বদলাতে’ পারে। তবে ওতানিকে নিয়ে গ্রকের দৃষ্টিভঙ্গি ভিন্ন। নবম ইনিংসে ব্যাটিং করার পরিস্থিতিতে বটের মতে, ‘শোহেই ওতানি, নিঃসন্দেহে সেরা।’

Comments

0 total

Be the first to comment.

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার BanglaTribune | তথ্যপ্রযুক্তি

মাইক্রোসফটের সঙ্গে চুক্তি: ওপেনএআই’র বাজারমূল্য ৫০০ বিলিয়ন ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআই এখন আর শুধু অলাভজনক সংস্থা নয়—এবার তার...

Oct 29, 2025

More from this User

View all posts by admin