রংপুর ব্যুরো:
মীমাংসিত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ অক্টোবর) রাতে মার্কেটিং ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, তাদের বিভাগের অপু নামের এক শিক্ষার্থী বন্ধুসহ চকবাজারে বাজার করতে গেলে, পরিসংখ্যান বিভাগের কয়েকজন তাকে মারধর করে। এই খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীরা সেখানে উপস্থিত হয়। শুরু হয় বাগ্বিতণ্ডা, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
পরবর্তীতে, সেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। এ ঘটনায় পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, মার্কেটিং বিভাগের প্রায় ১০ জন শিক্ষার্থী আহত হন।
পরিস্থিতি সামাল দিতে দুই পক্ষের শিক্ষার্থীদের মাঝে এসে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে আহতদের ভর্তি করা হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন মার্কেটিং বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী নিলয় এবং পরিসংখ্যান বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থী প্রান্ত ঘোষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রাতেই শৃঙ্খলা কমিটির বৈঠক করে, ঘটনায় জড়িত ৮ জনকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। তারা হলেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সাফায়েত শুভ, শাহরিয়ার অপু, সজিব, সৌরভ, নাজমুজ সাকিব, রোহান সরকার রোহান, জিহাদ ও আশরাফুল।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের ভাসি ডক্টর শওকত আলী জানান, সারারাত আমরা দুই পক্ষের শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এরই মধ্যে অভিযুক্ত আটজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি করে দেয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর শেষ হওয়া ফুটবল টুর্নামেন্টে পরিসংখ্যান এবং মার্কেটিং বিভাগের একটি ম্যাচে ফাউল করা নিয়ে দ্বন্দ্ব বাধে। পরবর্তীতে, এর মীমাংসা হয়ে গেলেও গতকাল রাতে পুনরায় সংঘর্ষ বাধে।
/এএইচএম