বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

এশিয়া কাপ ২০২৫-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে শ্রীলঙ্কা। দলের অধিনায়ক চারিথ আসালঙ্কা জানালেন, আগের আসরে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা এবার তাদের মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে।

শনিবার আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে চাইছে লঙ্কানরা।

আসালঙ্কা ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘মানসিকভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হওয়া আমাদের বড় সুবিধা। আগের আসরের অনেক খেলোয়াড় দলে আছেন। সেই জয়ের অভিজ্ঞতা আমাদের বিশ্বাস জোগায়, আর খেলোয়াড়রা এটিকে মোটিভেশন হিসেবে নিচ্ছে। ’

তিনি আবুধাবির কন্ডিশন নিয়ে আশাবাদী। তার ভাষায়, ‘অন্য ভেন্যুর তুলনায় আবুধাবির পিচ ব্যাটসম্যানদের জন্য দারুণ। বল নরম হলে ব্যাটিং সহজ হয়, আউটফিল্ডও দ্রুতগতির। তাই প্রত্যেক ব্যাটার এখানে রান করতে চাইবে। ’

প্রসঙ্গত, চলতি বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ইতিমধ্যেই তিনটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে। শ্রীলঙ্কা ওয়ানডে ও টেস্ট সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে হেরেছে বাংলাদেশের কাছে।

এশিয়া কাপের ফরম্যাট আইসিসি বিশ্বকাপের সময়সূচির ওপর নির্ভর করে টি-টোয়েন্টি বা ওয়ানডে হয়। ২০২৩ সালে ভারত ওয়ানডে সংস্করণে এশিয়া কাপ জিতেছিল, আর ২০২২ সালে শ্রীলঙ্কা জয়ী হয়ে এখনো টি-টোয়েন্টি আসরের বর্তমান চ্যাম্পিয়ন।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin