বাংলাদেশের কাছে হেরে ভারতের কোচ বললেন, ‘এটা খুবই খারাপ’

বাংলাদেশের কাছে হেরে ভারতের কোচ বললেন, ‘এটা খুবই খারাপ’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরেছে ভারত। ২২ বছর পর আবারও হেরে হতাশ দক্ষিণ এশিয়ার জায়ান্টরা।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দলের কোচ খালিদ জামিল জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অল্প কথায় বলেছেন, “আমরা হেরেছি-এটা খুবই খারাপ, খুবই খারাপ। না, না, দুর্ভাগ্য বলে কিছু না। এটাই ফুটবল। আপনি কঠোর পরিশ্রম করলে ৩ পয়েন্ট পাবেন। আমাদেরও খুব কঠোর পরিশ্রম করতে হতো তিন পয়েন্ট পাওয়ার জন্য।”

ম্যাচজুড়েই দারুণ ছিলেন হামজা চৌধুরী । প্রথমার্ধে লালিয়ানজুয়ালা চাংতের শট দারুণভাবে হেডে  ক্লিয়ার করে ভারতকে সমতায় ফিরতে দেননি লেস্টার সিটির  ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে ভারতের কোচ সবার খেলারই প্রশংসা করে বলেন, “আপনারা দেখেছেন, আমরা যে গোলগুলো খেয়েছি, সেগুলো কাউন্টার-অ্যাটাক থেকে এসেছে। আমি গতকালই বলেছি, সব খেলোয়াড়ই ভালো-শুধু হামজা একা নয়।”

দক্ষিণ এশিয়ার ডার্বিতে মেজাজ হারানোর ঘটনাও দেখা গেছে। প্রথমার্ধের শেষ দিকে তপু বর্মণের করা একটি ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় দুই দলের মধ্যে। ধাক্কাধাক্কিও হয় কিছুটা। তপু ও নারাভি নিখিলকে হলুদ কার্ড দেখান ফিলিপাইনের  রেফারি। ভারত কোচ অবশ্য স্বাভাবিকভাবে নিয়েছেন এসব ঘটনা। তার ভাষ্য, “ফুটবলে এমনটা হয়। কখনও শারীরিক, কখনও অন্যরকম। ফুটবল এমনই একটি খেলা।”

Comments

0 total

Be the first to comment.

গোল উৎসবে জিতেছে বার্সা BanglaTribune | ফুটবল

গোল উৎসবে জিতেছে বার্সা

বার্সেলোনা গত সপ্তাহে রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছেড়েছিল। সেই হতাশা থেকে বের হতে ভ্যালেন্সি...

Sep 15, 2025

More from this User

View all posts by admin