বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই

শারজায় আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। আফগানদের হোয়াইটওয়াশ করেছিল টি-টোয়েন্টি সিরিজে।

প্রথম দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় দলের ভরাডুবি হয়েছে। প্রথম ওয়ানডেতে ২২১ রানের টার্গেটও অতিক্রম করতে পারেনি বাংলাদেশ, হেরেছে পাঁচ উইকেটে। পরের ম্যাচে ব্যাটিংয়ে আরও বিপর্যয়কর অবস্থা। বাংলাদেশ ১৯০ রানের সহজ লক্ষ্যও টপকাতে পারেনি, অলআউট হয় মাত্র ১০৯ রানে!

দ্বিতীয় ম্যাচ শেষে দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ স্পষ্ট করেই বলেছেন, 'আমাদের বল দেখে খেলতে হবে, বোলার দেখে নয়। '

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এমনকি মিডল অর্ডারে তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলী অনিকরাও দায়িত্বশীল ইনিংস খেলতে পারছেন না।

আবুধাবির মন্থর উইকেট, প্রচণ্ড গরম, আর ব্যাটারদের ধরে খেলা- এই তিনের পরীক্ষাতেই নামছে টাইগাররা। আজ বাংলাদেশের ব্যাটিং লাইনআপে পরিবর্তন আসতে পারে। তানজিদের জায়গায় সুযোগ পেতে পারেন নাঈম শেখ। ফর্মহীন জাকের আলীর পরিবর্তে একাদশে ফিরতে পারেন শামীম হোসেনও।

সিরিজ হেরে গেছে বাংলাদেশ। কিন্তু আজকের ম্যাচে জিতলে কিছুটা হলেও মনোবল ফিরে পাবে দল। সেই সঙ্গে বাড়বে রেটিং পয়েন্টও। যা ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বড় ভূমিকা রাখতে পারে।

এফবি/এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin