বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

বাংলাদেশে তিন প্রতিষ্ঠানে বিশেষ প্রমোশনাল সেমিনার

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এবং ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে অনুষ্ঠিত হলো চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ (সিজিএসটাইপ–এ) নিয়ে আলাদা তিনটি প্রমোশনাল সেমিনার।

মোমবার (১৭ নভেম্বর) চীন–বাংলাদেশ শিক্ষা সহযোগিতাকে নতুন মাত্রায় পৌঁছে দিতে এই সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, চীনের এই পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বৃত্তি শুধু উচ্চশিক্ষার দুয়ারই খুলে দেয় না—দুই দেশের শতবর্ষী বন্ধুত্বের সেতুতেও যুক্ত করে নতুন বন্ধন। শিক্ষা ও সংস্কৃতির অগ্রযাত্রায় এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে বলে উল্লেখ করে তারা।

উদ্বোধনী সেমিনারটি অনুষ্ঠিত হয় বিকেএসপিতে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘চীনের বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষার্থীদের সামনে অনন্য সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। সি জি এস টাইপ–এ বৃত্তির মাধ্যমে আন্তর্জাতিক দক্ষ মানবসম্পদ তৈরির এক অসাধারণ সুযোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে বিকেএসপি এবং চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ক্রীড়া বিজ্ঞান, প্রশিক্ষণ ও শিক্ষা উন্নয়ন কার্যক্রমে যে সহযোগিতা চলছে, এই বৃত্তি সেই সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

সেমিনারে মূল বক্তা হিসেবে ছিলেন সিজিএসটাইপ–এ এর অফিশিয়াল প্রমোশনাল পার্টনার মালিশাএডু’র সিইও ড. মারুফ মোল্লা।

ড. মারুফ মোল্লা জানান, চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ হলো চীন সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত একটি সম্পূর্ণ ফুল ফান্ডেন্ট আন্তর্জাতিক বৃত্তি। টিউশন ফি ছাড়াও রয়েছে বিনামূল্যে বিশ্ববিদ্যালয় আবাসন, মাসিক স্টাইপেন্ড বাংলাদেশি টাকায় আনুমানিক ৪২ হাজার থেকে ৫৯ হাজার, রিটার্ন এয়ার টিকিট এবং সম্পূর্ণ মেডিক্যাল ইন্স্যুরেন্স। চীনা ভাষা না জানলেও শিক্ষার্থীরা সহজেই এই বৃত্তির জন্য আবেদন করতে পারেন। মাস্টার্স ও পিএইচডি—উভয় স্তরেই রয়েছে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ।

বিকেএসপি ছাড়া ইউআইটিএস ও ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজেও অনুষ্ঠিত হয় সিজিএসটাইপ–এ নিয়ে বিশেষ সেমিনার। দুই প্রতিষ্ঠানের উপস্থিত নীতি–নির্ধারকরা শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন আন্তর্জাতিক উচ্চশিক্ষার সম্ভাবনা অন্বেষণে।

সেমিনার দুটিতে কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় নতুন আস্থা

সেমিনারের আয়োজকরা জানান, চীনের সঙ্গে শিক্ষা সহযোগিতার এ উদ্যোগ নতুন দিগন্ত উন্মোচন করবে। তিন প্রতিষ্ঠানে হাজারও শিক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ করেছে, জাতীয় দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক বৃত্তি এখন এক অনিবার্য সম্ভাবনা।

Comments

0 total

Be the first to comment.

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ BanglaTribune | শিক্ষা

ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বদরুনন্নেসার শিক্ষার্থীদের উদ্বেগ

রাজধানীর সাত সরকারি কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় নিয়ে এবার উদ্বেগ জানিয়েছে...

Sep 23, 2025

More from this User

View all posts by admin