বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে নতুন মহাসচিব 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে নতুন মহাসচিব 

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) নতুন কমিটি গঠন হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) কক্সবাজারে স্থানীয় একটি হোটেলে বার্ষিক সাধারণ সভার পর নির্বাচনের মাধ্যমে চার বছরের জন্য অর্থাৎ ২০২৯ সাল পর্যন্ত নতুন কমিটি এসেছে। 

তবে মহাসচিব, সহ-সভাপতি, সদস্য, কোষাধ্যক্ষ পদের বিপরীতে বেশি প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নতুন মহাসচিব হয়েছেন একসময় সার্চ কমিটির দায়িত্বে থাকা জোবায়েদুর রহমান।  

তিন উপমহাসচিব পদের মধ্যে দুটি অলিম্পিক ডিসিপ্লিনের, আরেকটি এই ডিসিপ্লিনের বাইরের। অলিম্পিক ডিসিপ্লিনের দুই পদের বিপরীতে তিন জন প্রার্থী থাকায় সেখানেই শুধু ভোটাভুটি হয়েছে।  

বিওএ নির্বাচনে এবার কাউন্সিলার সংখ্যা ছিল ৯২। এজিএমে ৭৬ জন কাউন্সিলার উপস্থিত ছিলেন। এর মধ্যে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন সর্বোচ্চ ৭০ ও দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ ভোট পেয়ে বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস নির্বাচিত হয়েছেন। এই পদে আরেক প্রার্থী আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ (আলো) পেয়েছেন মাত্র ১৯ ভোট।  অলিম্পিকে বাংলাদেশের দুই আর্চার সরাসরি খেললেও সেই ফেডারেশনের কেউ এবার থাকলো না।

এর আগে সভাতে উদ্বোধনী বক্তব্য রাখেন বিওএ সভাপতি ও সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। 

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin