বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ ক্যটাগরির পদে মোট ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ অক্টোবর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
১. পদের নাম: জুনিয়র স্টোর ইন্সপেকশন অফিসারপদসংখ্যা: ৩বেতন স্কেল: ২২৫০০-৫৪২৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: যে কোনও অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ডিগ্রি।
২. অপারেশনস অ্যাসিস্ট্যান্ট (এফওডিসিসি)পদসংখ্যা: ২বেতন স্কেল: ১৫৯০০-৩৮৪০০ টাকাশিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি।
৩. প্রভিশনিং কন্ট্রোল অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ১বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকাশিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি।
৪. জুনিয়র টেইলর কাম আপহোলস্টারপদসংখ্যা: ১বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকাশিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস।
৫. প্রেস অ্যাসিস্ট্যান্টপদসংখ্যা: ৩বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকাশিক্ষাগত যোগ্যতা: প্রিন্টিং টেকনোলজির উপর কমপক্ষে ৪ বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে।
৬. জুনিয়র ফটোগ্রাফারপদসংখ্যা: ১বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকাশিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি
৭. শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট (এমটি)পদসংখ্যা: ৫বেতন স্কেল: ১২৫০০-৩০২৩০ টাকাশিক্ষাগত যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রি
৮. ইনচার্জ স্যাম্পল সেকশনপদসংখ্যা: ১বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান/মানবিক/বাণিজ্য বিভাগে ন্যূনতম এইচএসএসসি বা সমমান।
৯. জুনিয়র মেকানিক (এমটি)পদসংখ্যা: ৬বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল/পাওয়ার/অটোমোবাইল এর উপর ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি।
১০. জুনিয়র স্টোর কিপার (এমটি)পদসংখ্যা: ১বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসএসসি বা সমমান।
১১. জুনিয়র মাইলেজ রেকর্ড অ্যাসিস্ট্যান্ট (এমটি)পদসংখ্যা: ২বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসএসসি বা সমমান।
১২. জুনিয়র আপহোলস্টার (এমটি)পদসংখ্যা: ১বেতন স্কেল: ১১০০০-২৬৫৯০ টাকাশিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসএসসি বা সমমান।
বয়সসীমা: ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আরও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন এখানে।