বাংলাদেশ বিমানবাহিনী সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটিতে ১০ম গ্রেডের ১৪টি বেসামরিক পদে নিয়োগ দেওয়া হবে। ইতোমধ্যে আবেদনগ্রহণ শুরু হয়েছে, চলবে ৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫টা পর্যন্ত।
১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)পদসংখ্যা: ০৩বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকাগ্রেড: ১০ম গ্রেডযোগ্যতা: ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা।
২. আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল)পদসংখ্যা: ০৪বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকাগ্রেড: ১০ম গ্রেডযোগ্যতা: ০৪ বছর মেয়াদি নার্সিংয়ে ডিপ্লোমা।
৩. নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী)পদসংখ্যা: ০৭বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকাগ্রেড: ১০ম গ্রেডযোগ্যতা: সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা।
বয়সসীমা: ৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা https://joinairforce-civ.baf.mil.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন ফি: ২০০ টাকা।
jwARI.fetch( $( "#ari-image-jw691318426719c" ) );